ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তান-আফগান সীমান্তে বোমা বিস্ফোরণে নিহত ১১

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৭:২৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
  • / ১৩১ Time View

কাজে যাওয়ার পথে শক্তিশালী বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন শ্রমিক। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ট্রাকের নিচে আইইডি বিস্ফোরণে তারা নিহত হন।

গতকাল রোববার ঘটনাটি ঘটেছে পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত ওয়াজিরিস্তানে। পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনওয়ার-উল-হক কাকার সামাজিক মাধ্যমে জানিয়েছেন, রাজধানী ইসলামাবাদ থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল উপত্যকায় হামলা হয়।

খাইবার পাখতুনখোওয়া প্রদেশের নিরাপত্তা ও পুলিশ কর্মকর্তারা বলেছেন, আফগান সীমান্তের কাছে একটি নির্মাণ প্রকল্পে যাওয়ার পথে শ্রমিকদের বহনকারী ট্রাকটিতে বিস্ফোরণ হয়। ধারণা করা হচ্ছে, আইইডি বিস্ফোরিত হয়ে তারা প্রাণ হারান। ওয়াজিরিস্তানের উপকমিশনার রেহান খাতুক রয়টার্সকে জানান, শ্রমিকরা সেনাবাহিনীর একটি নির্মাণাধীন ঘাঁটিতে যুক্ত ছিলেন।

এই প্রতিবেদনে লেখা পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ। গত কয়েক বছর পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত সীমান্ত এলাকায় এ ধরনের হামলা বেড়েছে।

এসব ঘটনায় সশস্ত্র তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীকে দায়ী করে আসছে ইসলামাবাদ। শুধু খাইবার পাখতুনখোওয়া প্রদেশেই চলতি বছর ৩০০ জনের বেশি নিহত হন। যার অধিকাংশের দায় স্বীকার করেছে টিটিপি।

 

Please Share This Post in Your Social Media

পাকিস্তান-আফগান সীমান্তে বোমা বিস্ফোরণে নিহত ১১

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৭:২৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩

কাজে যাওয়ার পথে শক্তিশালী বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন শ্রমিক। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ট্রাকের নিচে আইইডি বিস্ফোরণে তারা নিহত হন।

গতকাল রোববার ঘটনাটি ঘটেছে পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত ওয়াজিরিস্তানে। পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনওয়ার-উল-হক কাকার সামাজিক মাধ্যমে জানিয়েছেন, রাজধানী ইসলামাবাদ থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল উপত্যকায় হামলা হয়।

খাইবার পাখতুনখোওয়া প্রদেশের নিরাপত্তা ও পুলিশ কর্মকর্তারা বলেছেন, আফগান সীমান্তের কাছে একটি নির্মাণ প্রকল্পে যাওয়ার পথে শ্রমিকদের বহনকারী ট্রাকটিতে বিস্ফোরণ হয়। ধারণা করা হচ্ছে, আইইডি বিস্ফোরিত হয়ে তারা প্রাণ হারান। ওয়াজিরিস্তানের উপকমিশনার রেহান খাতুক রয়টার্সকে জানান, শ্রমিকরা সেনাবাহিনীর একটি নির্মাণাধীন ঘাঁটিতে যুক্ত ছিলেন।

এই প্রতিবেদনে লেখা পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ। গত কয়েক বছর পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত সীমান্ত এলাকায় এ ধরনের হামলা বেড়েছে।

এসব ঘটনায় সশস্ত্র তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীকে দায়ী করে আসছে ইসলামাবাদ। শুধু খাইবার পাখতুনখোওয়া প্রদেশেই চলতি বছর ৩০০ জনের বেশি নিহত হন। যার অধিকাংশের দায় স্বীকার করেছে টিটিপি।