টি-টোয়েন্টিতে ফিরলেন বাবর আজম

- Update Time : ১২:২৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / ১৪৭ Time View
দীর্ঘ অপেক্ষা ও বিতর্ক পেরিয়ে সাবেক অধিনায়ক বাবর আজমকে আবার দেখা যাবে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় টুর্নামেন্ট -দুই প্রতিযোগিতার জন্যই ১৫ সদস্যের স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
টি-টোয়েন্টিতে পাকিস্তানের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর। ৪০ গড়ের বেশি রান নিয়ে ইতোমধ্যে তার ঝুলিতে আছে ৪২২৩ রান, ৩৬টি ফিফটি ও ৩টি সেঞ্চুরি। তবে সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তার স্ট্রাইক রেট ও ব্যাটিং মনোভাব নিয়ে। অনেকে অভিযোগ তুলেছিলেন, তিনি দলের চেয়ে নিজের পরিসংখ্যানেই বেশি মনোযোগ দেন। সেই বিতর্কের জেরে বাদ পড়েছিলেন এই ফরম্যাট থেকে। গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকেই আর দেখা যায়নি তাকে টি-টোয়েন্টি দলে।
কিন্তু এশিয়া কাপে পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতা নতুন করে প্রশ্ন তোলে, বাবরকে ছাড়া আসলে সমাধান কতটা সম্ভব? অবশেষে নির্বাচকরা ফিরিয়ে আনলেন সেই প্রশ্নের উত্তর, দলে ফিরছেন বাবর আজম।
শুধু বাবরই নন, পেসার নাসিম শাহও ফিরেছেন টি-টোয়েন্টি স্কোয়াডে। গত এশিয়া কাপে ইনজুরির কারণে তিনি ছিলেন বাইরে। অধিনায়ক সালমান আলী আগা রেখে দেওয়া হয়েছে দায়িত্বে, যদিও এশিয়া কাপে তার নেতৃত্ব নিয়ে সমালোচনা ছিল প্রবল।
নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন অফ স্পিনার উসমান তারিক, যিনি সদ্য সমাপ্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিয়েছিলেন ২০ উইকেট। তবে মূল দলে জায়গা পাননি ফখর জামান ও হারিস রউফ -তারা থাকবেন রিজার্ভে। বাদ পড়েছেন তরুণ ব্যাটার মোহাম্মদ হারিস।
রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ, ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত। একই ভেন্যুতে ১৭ থেকে ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় টুর্নামেন্ট।
টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডে দলও ঘোষণা করেছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে দুটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দলে ফিরেছেন মোহাম্মদ রিজওয়ান। যিনি হারিয়েছেন অধিনায়কত্ব, কিন্তু ধরে রেখেছেন জায়গা। নতুন অধিনায়ক করা হয়েছে শাহিন আফ্রিদিকে। ফিরেছেন ফয়সাল আকরাম, হারিস রউফ ও হাসিবউল্লাহ।
ওয়ানডে সিরিজগুলো অনুষ্ঠিত হবে ১১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত, ত্রিদেশীয় টুর্নামেন্টের আগেই।
পাকিস্তানের টি-টোয়েন্টি দল:
সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আব্দুল সামাদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান নেওয়াজ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান (উইকেটকিপার), উসমান তারিক।
রিজার্ভ: ফখর জামান, হারিস রউফ, সুফিয়ান মুকিম।
পাকিস্তানের ওয়ানডে দল:
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, ফখর জামান, হারিস রউফ, হাসিবউল্লাহ, হাসান নেওয়াজ, হুসেইন তালাত, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়