ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় সাবেক বিএনপি নেতা জিয়াউল হাসান স্বপন গ্রেপ্তার বিএনপির ১১ টি সংগঠনের বাইরে কোন সংগঠন নেই বর্তমান সময়ে সুষ্ঠ নির্বাচনের কথা কল্পনাও করা যায় না – জামায়াত আমির ৭ বছরে ও সুবর্ণা হত্যার বিচার হয়নি, হুমকির মুখে পরিবার ও আত্মীয়-স্বজন অপচিকিৎসায় রোগীর মৃত্যু; রংপুরে দুই ক্লিনিককে জরিমানা,ওটি সিলগালা পিআর পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে – রিজভী তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিল শেকৃবি শিক্ষার্থীরা কুবিতে র‍্যাগিংয়ের অভিযোগ অভিযুক্ত ব্যাচের ক্লাস-পরীক্ষা বন্ধ; তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি

পাকিস্তানি কূটনীতিককে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৪:৪৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / ১৪৪ Time View

পাকিস্তানি কূটনীতিককে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ । ছবি: সংগৃহিত

কূটনৈতিক মর্যাদার অপব্যবহারের অভিযোগে নয়াদিল্লিতে নিযুক্ত এক পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কার করেছে ভারত। ওই কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (২১ মে) এক বিবৃতিতে জানায়, বহিষ্কার হওয়া পাকিস্তানি কূটনীতিক এমন কিছু কর্মকাণ্ডে যুক্ত ছিলেন যা আন্তর্জাতিক কূটনৈতিক রীতিনীতি, বিশেষ করে ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী গ্রহণযোগ্য নয়। যদিও সরকারিভাবে ওই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি, তবে সূত্রমতে তিনি হাইকমিশনের একটি গোয়েন্দা শাখার সঙ্গে যুক্ত ছিলেন।

এ নিয়ে গত আট দিনে দ্বিতীয়বার পাকিস্তানি কূটনীতিক বহিষ্কৃত হলেন। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, ওই কর্মকর্তা স্পর্শকাতর তথ্য সংগ্রহ এবং সন্দেহজনক যোগাযোগে লিপ্ত ছিলেন।

বিশ্লেষকরা বলছেন, এ ঘটনায় ভারত-পাকিস্তান সম্পর্ক আরও খারাপের দিকে যেতে পারে।

এই বহিষ্কার এমন এক সময়ে ঘটল যখন ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা তুঙ্গে। ভারতের নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, তারা বেশ কিছুদিন ধরেই ওই কর্মকর্তার গতিবিধির ওপর নজর রাখছিল। গোয়েন্দা তথ্য অনুযায়ী, তিনি ভারতের অভ্যন্তরে সংবেদনশীল তথ্য সংগ্রহের চেষ্টায় যুক্ত ছিলেন এবং ভারতীয় নাগরিকদের সঙ্গে সন্দেহজনক যোগাযোগ স্থাপন করেছিলেন। এসব প্রমাণের ভিত্তিতেই তাকে অবাঞ্ছিত ঘোষণা করে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ইসলামাবাদ এই বহিষ্কারকে ‘অন্যায্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দিতে পারে এবং পাল্টা ব্যবস্থা নেওয়ার আশঙ্কাও রয়েছে।

এর আগে, আট দিন আগে একই ধরনের অভিযোগে পাকিস্তানের আরেকজন কূটনীতিককে ভারত থেকে বহিষ্কার করা হয়েছিল। দু’টি ঘটনাই ইঙ্গিত দিচ্ছে যে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তান হাইকমিশনের কার্যক্রম ও কর্মকর্তাদের ভূমিকা নিয়ে ভারতের সন্দেহ আরও গভীর হয়েছে। তথ্যসূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

পাকিস্তানি কূটনীতিককে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৪:৪৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

কূটনৈতিক মর্যাদার অপব্যবহারের অভিযোগে নয়াদিল্লিতে নিযুক্ত এক পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কার করেছে ভারত। ওই কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (২১ মে) এক বিবৃতিতে জানায়, বহিষ্কার হওয়া পাকিস্তানি কূটনীতিক এমন কিছু কর্মকাণ্ডে যুক্ত ছিলেন যা আন্তর্জাতিক কূটনৈতিক রীতিনীতি, বিশেষ করে ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী গ্রহণযোগ্য নয়। যদিও সরকারিভাবে ওই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি, তবে সূত্রমতে তিনি হাইকমিশনের একটি গোয়েন্দা শাখার সঙ্গে যুক্ত ছিলেন।

এ নিয়ে গত আট দিনে দ্বিতীয়বার পাকিস্তানি কূটনীতিক বহিষ্কৃত হলেন। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, ওই কর্মকর্তা স্পর্শকাতর তথ্য সংগ্রহ এবং সন্দেহজনক যোগাযোগে লিপ্ত ছিলেন।

বিশ্লেষকরা বলছেন, এ ঘটনায় ভারত-পাকিস্তান সম্পর্ক আরও খারাপের দিকে যেতে পারে।

এই বহিষ্কার এমন এক সময়ে ঘটল যখন ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা তুঙ্গে। ভারতের নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, তারা বেশ কিছুদিন ধরেই ওই কর্মকর্তার গতিবিধির ওপর নজর রাখছিল। গোয়েন্দা তথ্য অনুযায়ী, তিনি ভারতের অভ্যন্তরে সংবেদনশীল তথ্য সংগ্রহের চেষ্টায় যুক্ত ছিলেন এবং ভারতীয় নাগরিকদের সঙ্গে সন্দেহজনক যোগাযোগ স্থাপন করেছিলেন। এসব প্রমাণের ভিত্তিতেই তাকে অবাঞ্ছিত ঘোষণা করে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ইসলামাবাদ এই বহিষ্কারকে ‘অন্যায্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দিতে পারে এবং পাল্টা ব্যবস্থা নেওয়ার আশঙ্কাও রয়েছে।

এর আগে, আট দিন আগে একই ধরনের অভিযোগে পাকিস্তানের আরেকজন কূটনীতিককে ভারত থেকে বহিষ্কার করা হয়েছিল। দু’টি ঘটনাই ইঙ্গিত দিচ্ছে যে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তান হাইকমিশনের কার্যক্রম ও কর্মকর্তাদের ভূমিকা নিয়ে ভারতের সন্দেহ আরও গভীর হয়েছে। তথ্যসূত্র: এনডিটিভি