পলাশে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা

- Update Time : ০৭:৫৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ১৪৯ Time View
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় “মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫” এর অংশ হিসেবে নরসিংদীর পলাশ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মঙ্গলবার ১৪ অক্টোবর বিকেল তিনটায় পলাশ উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দিকী এর নেতৃত্বে পলাশ বাজার সংলগ্ন শীতলক্ষা নদীতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল রাশেদী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কাউসার আলম সরকার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদা আক্তার, উপজেলা আইসিটি কর্মকর্তা সাদিয়া আফরিন কেয়া, এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করে পলাশ থানা পুলিশ।
অভিযান চলাকালে প্রায় দুই হাজার (২০০০) মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে এসব জাল তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মোবাইল কোর্ট শেষে ইউএনও আবু বক্কর সিদ্দিকী বলেন, “মা ইলিশ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে। সরকারের নির্দেশনা অনুযায়ী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময় কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”