পলাশে মনি চক্রবর্তী হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে ব্যবসায়ীদের মানববন্ধন
- Update Time : ০৬:৪৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / ৫৫ Time View
নরসিংদীর পলাশে মুদি ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে চরসিন্দুর বাজারে বাজার সমিতির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের শতাধিক ব্যবসায়ীরা অংশ নেয়। মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ে মনি চক্রবর্তী হত্যাকারীদের চিহ্নিত করাসহ তাদের বিচারের দাবি জানান।
এছাড়া আগামী ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার না করলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারীও দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, চরসিন্দুর বাজার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আঙ্গুর ভূইয়া, সাধারণ সম্পাদক ফারুখ ভূইয়া, বাংলাদেশ হিন্দু মহাজোটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার, পলাশ উপজেলার সভাপতি লিপন দেবনাথসহ বিভিন্ন নেতৃবন্দ।
এর আগে গতকাল রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে সুলতান পুর গ্রামে নিজ বাড়ির পাশে দুর্বৃত্তের হাতে খুন হয় মনি চক্রবর্তী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়
















































































































































































