পলাশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র্যালি ও সচেতনতামূলক প্রদর্শনী

- Update Time : ১০:৩৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ৫৮ Time View
‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নরসিংদীর পলাশ উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। সোমবার সকালে পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পালন করা হয় ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’।
দিবসটি উপলক্ষে পলাশ উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন প্রধান সড়ক ঘুরে উপজেলার শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। এরপর শহীদ মিনার চত্বরে জনগণের সচেতনতা বৃদ্ধি ও বিপদ মোকাবিলায় সার্বিক প্রস্তুতি জোরদার করার জন্য সচেতনতামূলক বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করেন পলাশ উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা।
এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বক্কর সিদ্দিকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকীন মাশরুর খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. কাউছার আলম সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী বলেন, ১৯৮৯ সাল থেকে জাতিসংঘের উদ্যোগে প্রতিবছর ১৩ অক্টোবর দিনটি পালিত হয়ে আসছে। বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প কিংবা খরাসহ প্রতিটি দুর্যোগ মানবজীবনে গভীর প্রভাব ফেলে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়, যেন বাংলার মানুষকে সচেতন করে দুর্যোগ মোকাবিলায় পূর্ব প্রস্তুতি নেওয়া যায়।