পলাশে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

- Update Time : ০৫:৪৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / ১০৯ Time View
পলাশ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। বুধবার ২২ অক্টোবর সকাল ১০টায় উপজেলা পরিষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিকী।
সভায় ইউএনও আবু বক্কর সিদ্দিকী বলেন, “শুধুমাত্র বলপ্রয়োগ করে কোনো ছেলে বা মেয়েকে ভালো পথে আনা সম্ভব নয়। প্রথমত বাবা-মাকে সন্তানের প্রতি নজর দিতে হবে—সে কোথায় যায়, কার সঙ্গে মিশে, কী করছে—এসব বিষয়ে সচেতন হতে হবে। পরিবার থেকেই সচেতনতা শুরু হলে সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা সহজ হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “নেশা ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুব সমাজকে দূরে রাখতে সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শুধুমাত্র প্রশাসন একা কোনো এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা করতে পারে না—এর জন্য সমাজের প্রতিটি স্তরের সহযোগিতা অপরিহার্য।”
সভায় উপস্থিত ছিলেন পলাশ থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মোঃ আলম মোল্লা, জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতা ইসমাইল খাইরি, এনসিপি পলাশ উপজেলা প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম রাকিব, পল্লী বিদ্যুতের ডিজিএম এইচ এম সুমন, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, প্রশাসনের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণই একটি এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে। সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও শান্তিপূর্ণ পলাশ গড়ে তোলা সম্ভব।
সভা শেষে “মানসম্মত হেলমেট ব্যবহার ও নিরাপদ গতি—কমাবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে পলাশ উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নরসিংদী সার্কেল।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়