পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান পদত্যাগের দাবিতে মানববন্ধন

- Update Time : ০৩:৩৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
- / ১৫৫ Time View
দিনাজপুরের বিরলের১১ নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল ইসলাম খোকন ও তার সহযোগী ১ নং প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন এর পদত্যাগ এর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে ১১ নং পলাশবাড়ী ইউনিয়নের সর্বস্তরের ছাত্র জনতার আয়োজনে ইউনিয়ন বিএনপি’র সহসভাপতি মোকসেদ আলী এর সভাপতিত্বে মানববন্ধনে ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাক, ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আজাহার আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহ সভাপতি গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্রদলের সভাপতি সবুজ আলম, শ্রমিকদলের সভাপতি মোকলেসার রহমান, এলাকার গণ্যমান্য ব্যাক্তি- মহসিন আলী, নেয়াজ উদ্দিন, কাজী শাহজাহান আলী, আহসান মাষ্টার, ওদুদ মাষ্টার, ছাত্র প্রতিনিধি- আল ইমরান, শাহরিয়ার আহম্মেদ, সাকিব, আরিফ হোসেন, সোহেল রানা, রায়হান প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বিনা ভোটে নির্বাচিত, ভোটচোর, ভোট ডাকাত, দুর্নীতিবাজ, ঘুষখোর, নারীলোভী, ভূয়া প্রকল্প, বিচার সালিসের নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎকারী, নেশা ও মাদক ব্যবসার গডফাদার, মাফিয়াডন, ক্ষমতার অপব্যবহারকারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহার করে সরকারি রাস্তার গাছ নিধনকারী, ১১ নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের অযোগ্য চেয়ারম্যান খাইরুল ইসলাম খোকন ও তার সহযোগী ১ নং প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন এর পদত্যাগ ও ইউনিয়ন পরিষদ থেকে অপসারণ করতে হবে। অন্যথায় বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়