ব্রেকিং নিউজঃ
পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ

Reporter Name
- Update Time : ১১:০৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
- / ২২১ Time View
আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষা শান্তিপূর্ণ-নির্বিঘ্নে করার জন্য পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে কেউ যেন প্রবেশ না করে, সেজন্য নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজের মধ্যে সর্বসাধারণ প্রবেশ করতে পারবে না। সেজন্য পুলিশ অর্ডিন্যান্স (১৯৭৬, ধারা ২৮-২৯) ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই আদেশ পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত কার্যকর থাকবে।