পদত্যাগ করলেন ফরাসি প্রধানমন্ত্রী এলিসাবেথ বোর্ন

- Update Time : ০৮:৩২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
- / ৯৪ Time View
পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্ন। গতকাল সোমবার তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। এই বছরের মাঝামাঝি ইউরোপিয়ান নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে মন্ত্রিসভায় রদবদল করতে পারেন ম্যাক্রোঁ। ওই কারণেই এই পদত্যাগ বলে মনে করা হচ্ছে। নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব সামলাবেন এলিজাবেথ।
একটি বিবৃতিতে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেছেন, বোর্ন দায়িত্বে থাকাকালীন সময়ে তার কাজে সাহস, প্রতিশ্রুতি এবং সংকল্প দেখিয়েছিলেন। তার উত্তরসূরি হিসেবে কাকে নিযুক্ত করা হবে তা এখনো জানা যায়নি। তবে এলিসি প্যালেসের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত বোর্ন এই পদেই থাকবেন।
তিনি হলেন ফ্রান্সের দ্বিতীয় নারী দীর্ঘতম দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী। ফ্রান্সের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন এডিথ ক্রেসন। তিনি ১৯৯১ থেকে ১৯৯২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। সে সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঁসোয়া মিটাররান্ড।
গত ডিসেম্বরে অভিবাসন আইনের একটি গুরুত্বপূর্ণ অংশে বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হয়। এই ঘটনাকে ম্যাক্রোঁ সরকারের জন্য ব্যাপকভাবে সংকটের মুহূর্ত হিসাবেই দেখা হয়েছে। তবে ডানপন্থী বিরোধী গোষ্ঠীগুলোকে ছাড় দেওয়ার পর ওই আইন শেষ পর্যন্ত পাস করা সম্ভব হয়। তবে ম্যাক্রোঁর দল এখনও ইউরোপীয় ভোটে একটি শক্তিশালী চ্যালেঞ্জের মুখোমুখি হবে বলে আশা করা হচ্ছে।
সরকারের রদবদলে বোর্নের পদত্যাগকে গুরুত্বপূর্ণ সূচনা হিসেবেই দেখা হচ্ছে। সরকারের বেশ কয়েকজন শীর্ষ ব্যক্তি তাকে সরিয়ে দেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছেন।
ধারণা করা হচ্ছে, ফ্রান্সের ৩৪ বছর বয়সী শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল অ্যাটাল হয়তো পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তাকে দায়িত্ব দেওয়া হলে তিনি হবেন ফ্রান্সের সর্বকনিষ্ঠ এবং প্রথম সমকামী প্রধানমন্ত্রী।
নওরোজ/এসএইচ