পদত্যাগ করলেন দেবব্রত

- Update Time : ০৬:৪৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
- / ২৪৩ Time View
ক্রিকেট বোর্ডের (বিসিবি) ম্যাচ রেফারি ও কো-অর্ডিনেটরের পদ থেকে পদত্যাগ করেছেন দেবব্রত পাল। তিনি বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং ক্রিকেটারদের সংগঠন কোয়াবের (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সাধারণ সম্পাদক।
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন দেবব্রত। ক্রিকেট বোর্ডের কাছে পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ ছাড়া কিছু উল্লেখ করেননি বলে জানা গেছে। পদত্যাগপত্র গ্রহণ করার বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেবে বিসিবি।
বিসিবির পক্ষ থেকে বলা হয়, ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন দেবব্রত। ব্যক্তিগত কারণ ছাড়া কিছু উল্লেখ করেননি। আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
দেবব্রত দেশের ঘরোয়া লিগে ১৪টি প্রথম শ্রেণি ও ১৮টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। এ ছাড়া ২৭টি প্রথম শ্রেণি, ৬০টি লিস্ট ‘এ’ ও ৪৭টি টি-টোয়েন্টিতে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন সাবেক এই ক্রিকেটার।