পটুয়াখালী প্রেসক্লাবের ৬৪ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী–২০২৫ পালন
- Update Time : ০৬:২৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / ৫৪ Time View
পটুয়াখালী প্রেসক্লাবের গৌরবময় ৬৪ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী–২০২৫ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় সঙ্গীত, শোভাযাত্রা ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
শনিবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পটুয়াখালী প্রেসক্লাবের আহ্বায়ক অ্যাডভোকেট মো. জাকির হোসেনের সভাপতিত্বে হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সঞ্চালনা করেন সদস্য সচিব অধ্যাপক গোলাম রহমান। শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন, শোভাযাত্রা এবং আকাশে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়। একাত্তরের বীর শহীদ ও ২০২৪ সালের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতাও পালন করেন সাংবাদিক ও অতিথিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, জেলা বিএনপি সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, সহ-সভাপতি মাকসুদ আহমেদ বায়জিদ পান্না, এ.বি. পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) ডা. ওহাব মিনার এবং সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু।
এছাড়া পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তারেক হাওলাদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস ও নির্মল কুমার রক্ষিত, কাজী সামসুর রহমান ইকবাল এবং গোলাম কিবরিয়াসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
উৎসবে রাজনৈতিক, আইনজীবী, সাংস্কৃতিক ও সাহিত্যিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, প্রেসক্লাব সদস্যসহ তিন শতাধিক মানুষ অংশ নেন। দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত হয় সাংবাদিক পরিবারের সাংস্কৃতিক সন্ধ্যা।
হীরক জয়ন্তীর অংশ হিসেবে মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস, গোলাম কিবরিয়া, স্বপন ব্যানার্জী, শংকর লাল দাস, কাজী সামসুর রহমান, অ্যাডভোকেট জাকির হোসেন, কাজল বরণ দাস ও কে.এম. এনায়েত হোসেনসহ নয় সাংবাদিকের পরিবারকে বিশেষ মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়






































































































































































































