পটুয়াখালীর পায়রাকুঞ্জে ব্রিজ নির্মানে অধিগ্রহনের টাকা আত্মসাতকারীদের বিচার দাবীতে মানববন্ধন

- Update Time : ১১:২৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
- / ১২ Time View
পটুয়াখালীর পায়রাকুঞ্জে নির্মানাধীন ব্রিজের দুই পাড়ের অধিগ্রহনকৃত জমি এলএ শাখার সার্ভেয়ার আসাদ এর সহযোগীতায় প্রতারক আকাব্বার ভুঁইয়া ভুয়া কাগজপত্র দলিল তৈরী করে কোনরূপ যাচাই-বাছাই ছাড়াই জাল জালিয়াতির রিপোর্ট তৈরী করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে ও প্রতারকচক্রদের আইনের আওতায় এনে শাস্তি এবং আত্মসাতকৃত টাকা ফেরত পাওয়ার দাবীতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্থ ভুক্তভোগী একাধিক পরিবার ও তাদের সদস্যরা।
বৃহষ্পতিবার(১০ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টায় পায়রাকুঞ্জের মির্জাগঞ্জ পাড়ের ফেরিঘাট এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন পালনকালে বক্তৃতায় ও সাংবাদিকদের সাক্ষাতের সময় শাহ আলম ভুঁইয়া বলেছেন, তাদের বংশের আকাব্বার ভুঁইয়া তার(শাহা আলম ভুঁইয়া) ভাজনা মনোহরখালী মৌজার জেএল নং- ৩৫ এর ১৮৩,১৮৫ নং দাগের জমি এলএ শাখার সার্ভেয়ার আসাদের যোগসাজছে ও সহযোগীতায় সাড়ে ৬ লক্ষ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।
এসময় অপর ক্ষতিগ্রস্থ মজনু মৃধা বলেন তার ১২২ খতিয়ানের ১৫০ নং দাগের ৩ শতাংশ জমির টাকা উত্তোলন করেছেন আকাব্বার ভুঁইয়া ও উল্লেখিত সার্ভেয়ার আসাদ।
একই সময় সাংবাদিকদের সাথে সাক্ষাতকারে রেহেনা বেগম জানান, অধিগ্রহনের আগে আকাব্বার ভুঁইয়া কাছ থেকে ক্রয়কৃত ( খতিয়ান ৬০ ও ৬৩ এর ১৮৪ দাগ) এর ৬ শতাংশ জমি জাল জালিয়াতি করে টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন আকাব্বার ভুঁইয়া ও সার্ভেয়ার আসাদ।
এ ছাড়া মানববন্ধনকালে অনুরূপ অভিযোগ করেছেন, ছত্তার হাওলাদার, রশিদ ভুঁইয়া, মোসলেম হাওলাদার, রাসেল আকন, সোবাহান আকনসহ অন্যান্য ক্ষতিগ্রস্থরা।
মানববন্ধনে অংশগ্রহনকারী ছত্তার হাওলাদারসহ একাধিকজন জানান, ইতিপূর্বে জাল জালিয়াতির অভিযোগে ( মামলা নং-২৭৭/২৩) আকাব্বার ভুঁইয়া ৬ মাস জেল খেটেছেন। ভুক্তভোগিরা এ অপকর্মের প্রতিবাদ করলে আকাব্বার ভুঁইয়া মিথ্যা মামলা দিয়ে হয়রানীসহ বিভিন্নধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে বলেও জানান ক্ষতিগ্রস্থরা। তারা উক্ত প্রতারকদ্বয়ের বিচার ও প্রতারকচক্রের উত্তোলনকৃত টাকা ফেরত দাবী করেন।
এ ব্যাপারে সার্ভেয়ার আসাদ ও আকাব্বার ভুঁইয়ার মুঠো ফোনে একাধিকবার ফোন করলে, ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য দেয়া সম্ভব হয়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়