ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
টঙ্গীতে আওয়ামী লীগের ‘গোপন ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ বিচার বিভাগের স্বাধীনতা এবং দক্ষতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপির এক পক্ষের মানববন্ধনে অপর পক্ষের বাধা, সংঘর্ষে আহত ৫ তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বাসদের স্মারকলিপি পেশ কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় বৃদ্ধি বাসা থেকে প্রবেশপত্র আনতে ও পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দি‌য়ে সহায়তা ক‌র‌লেন মান‌বিক পুলিশ ফেসবুকে ইসরাইলী পণ্য বিক্রির গুজব, নিরাপত্তাহীনতায় মালিক-কর্মচারীরা টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী সৈকতসহ ছয় সহযোগী গ্রেফতার জবিতে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি, মার্কিন ও সৌদি দূতাবাসে স্মারকলিপি প্রদান অতিরিক্ত শুল্কে মার্কিন নাগরিকদের ক্ষতি বেশি

পটুয়াখালীর পায়রাকুঞ্জে ব্রিজ নির্মানে অধিগ্রহনের টাকা আত্মসাতকারীদের বিচার দাবীতে মানববন্ধন

এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু
  • Update Time : ১১:২৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / ১২ Time View

পটুয়াখালীর পায়রাকুঞ্জে নির্মানাধীন ব্রিজের দুই পাড়ের অধিগ্রহনকৃত জমি এলএ শাখার সার্ভেয়ার আসাদ এর সহযোগীতায় প্রতারক আকাব্বার ভুঁইয়া ভুয়া কাগজপত্র দলিল তৈরী করে কোনরূপ যাচাই-বাছাই ছাড়াই জাল জালিয়াতির রিপোর্ট তৈরী করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে ও প্রতারকচক্রদের আইনের আওতায় এনে শাস্তি এবং আত্মসাতকৃত টাকা ফেরত পাওয়ার দাবীতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্থ ভুক্তভোগী  একাধিক পরিবার ও তাদের সদস্যরা।

বৃহষ্পতিবার(১০ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টায় পায়রাকুঞ্জের মির্জাগঞ্জ পাড়ের ফেরিঘাট এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন পালনকালে বক্তৃতায় ও সাংবাদিকদের সাক্ষাতের সময় শাহ আলম ভুঁইয়া বলেছেন, তাদের বংশের আকাব্বার ভুঁইয়া তার(শাহা আলম ভুঁইয়া)  ভাজনা মনোহরখালী মৌজার জেএল নং- ৩৫ এর ১৮৩,১৮৫  নং দাগের জমি এলএ শাখার সার্ভেয়ার আসাদের যোগসাজছে ও সহযোগীতায় সাড়ে ৬ লক্ষ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।

এসময় অপর ক্ষতিগ্রস্থ মজনু মৃধা বলেন তার ১২২ খতিয়ানের ১৫০ নং দাগের ৩ শতাংশ জমির টাকা উত্তোলন করেছেন আকাব্বার ভুঁইয়া ও উল্লেখিত সার্ভেয়ার আসাদ।

একই সময় সাংবাদিকদের সাথে সাক্ষাতকারে রেহেনা বেগম জানান, অধিগ্রহনের আগে আকাব্বার ভুঁইয়া কাছ থেকে ক্রয়কৃত ( খতিয়ান ৬০ ও ৬৩  এর ১৮৪ দাগ) এর ৬ শতাংশ জমি  জাল জালিয়াতি করে টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন আকাব্বার ভুঁইয়া ও সার্ভেয়ার আসাদ।

এ ছাড়া মানববন্ধনকালে অনুরূপ অভিযোগ করেছেন, ছত্তার হাওলাদার, রশিদ ভুঁইয়া, মোসলেম হাওলাদার, রাসেল আকন, সোবাহান আকনসহ অন্যান্য ক্ষতিগ্রস্থরা।

মানববন্ধনে অংশগ্রহনকারী ছত্তার হাওলাদারসহ একাধিকজন জানান, ইতিপূর্বে জাল জালিয়াতির অভিযোগে ( মামলা নং-২৭৭/২৩) আকাব্বার ভুঁইয়া ৬ মাস জেল খেটেছেন। ভুক্তভোগিরা এ অপকর্মের প্রতিবাদ করলে আকাব্বার ভুঁইয়া মিথ্যা মামলা দিয়ে হয়রানীসহ বিভিন্নধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে বলেও জানান ক্ষতিগ্রস্থরা। তারা উক্ত প্রতারকদ্বয়ের বিচার ও প্রতারকচক্রের উত্তোলনকৃত টাকা ফেরত দাবী করেন।

এ ব্যাপারে সার্ভেয়ার আসাদ ও আকাব্বার ভুঁইয়ার মুঠো ফোনে একাধিকবার ফোন করলে, ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য দেয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

পটুয়াখালীর পায়রাকুঞ্জে ব্রিজ নির্মানে অধিগ্রহনের টাকা আত্মসাতকারীদের বিচার দাবীতে মানববন্ধন

এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু
Update Time : ১১:২৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

পটুয়াখালীর পায়রাকুঞ্জে নির্মানাধীন ব্রিজের দুই পাড়ের অধিগ্রহনকৃত জমি এলএ শাখার সার্ভেয়ার আসাদ এর সহযোগীতায় প্রতারক আকাব্বার ভুঁইয়া ভুয়া কাগজপত্র দলিল তৈরী করে কোনরূপ যাচাই-বাছাই ছাড়াই জাল জালিয়াতির রিপোর্ট তৈরী করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে ও প্রতারকচক্রদের আইনের আওতায় এনে শাস্তি এবং আত্মসাতকৃত টাকা ফেরত পাওয়ার দাবীতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্থ ভুক্তভোগী  একাধিক পরিবার ও তাদের সদস্যরা।

বৃহষ্পতিবার(১০ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টায় পায়রাকুঞ্জের মির্জাগঞ্জ পাড়ের ফেরিঘাট এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন পালনকালে বক্তৃতায় ও সাংবাদিকদের সাক্ষাতের সময় শাহ আলম ভুঁইয়া বলেছেন, তাদের বংশের আকাব্বার ভুঁইয়া তার(শাহা আলম ভুঁইয়া)  ভাজনা মনোহরখালী মৌজার জেএল নং- ৩৫ এর ১৮৩,১৮৫  নং দাগের জমি এলএ শাখার সার্ভেয়ার আসাদের যোগসাজছে ও সহযোগীতায় সাড়ে ৬ লক্ষ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।

এসময় অপর ক্ষতিগ্রস্থ মজনু মৃধা বলেন তার ১২২ খতিয়ানের ১৫০ নং দাগের ৩ শতাংশ জমির টাকা উত্তোলন করেছেন আকাব্বার ভুঁইয়া ও উল্লেখিত সার্ভেয়ার আসাদ।

একই সময় সাংবাদিকদের সাথে সাক্ষাতকারে রেহেনা বেগম জানান, অধিগ্রহনের আগে আকাব্বার ভুঁইয়া কাছ থেকে ক্রয়কৃত ( খতিয়ান ৬০ ও ৬৩  এর ১৮৪ দাগ) এর ৬ শতাংশ জমি  জাল জালিয়াতি করে টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন আকাব্বার ভুঁইয়া ও সার্ভেয়ার আসাদ।

এ ছাড়া মানববন্ধনকালে অনুরূপ অভিযোগ করেছেন, ছত্তার হাওলাদার, রশিদ ভুঁইয়া, মোসলেম হাওলাদার, রাসেল আকন, সোবাহান আকনসহ অন্যান্য ক্ষতিগ্রস্থরা।

মানববন্ধনে অংশগ্রহনকারী ছত্তার হাওলাদারসহ একাধিকজন জানান, ইতিপূর্বে জাল জালিয়াতির অভিযোগে ( মামলা নং-২৭৭/২৩) আকাব্বার ভুঁইয়া ৬ মাস জেল খেটেছেন। ভুক্তভোগিরা এ অপকর্মের প্রতিবাদ করলে আকাব্বার ভুঁইয়া মিথ্যা মামলা দিয়ে হয়রানীসহ বিভিন্নধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে বলেও জানান ক্ষতিগ্রস্থরা। তারা উক্ত প্রতারকদ্বয়ের বিচার ও প্রতারকচক্রের উত্তোলনকৃত টাকা ফেরত দাবী করেন।

এ ব্যাপারে সার্ভেয়ার আসাদ ও আকাব্বার ভুঁইয়ার মুঠো ফোনে একাধিকবার ফোন করলে, ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য দেয়া সম্ভব হয়নি।