পটুয়াখালীতে ব্লাস্টের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

- Update Time : ০৯:৫৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
- / ১৫২ Time View
এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী : বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) পটুয়াখালী ইউনিটের উদ্যোগে বাল্য বিবাহ, মানব পাচার এবং স্থানীয় পর্যায়ে ন্যায় বিচার প্রাপ্তি ও আইনি সহায়তা প্রদান শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বুধবার (১৭ মে) বিকাল ৩ টায় জেলা প্রশাসকের দরবার হলে ব্লাস্ট পটুয়াখালী ইউনিটের সভাপতি এ্যাডঃ এনামুল হক এর সভাপতিত্বে ও ব্লাস্টের সমন্বয়কারী এ্যাডঃ আবুবকর সিদ্দিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ আব্দুল্লাহ সাদীদ।
অতিথি হিসাবে আলোচনা করেন সহকারী কমিশনার সিরাজুম মুনীরা, ছেন মং রাখাইন, পিপি এ্যাডঃ মোঃ নজরুল ইসলাম বাদল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ মোঃ ইউনুচ আলী মোল্লা, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শিলা রানী দাস, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ- পরিচালক শিরিন সুলতানা, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মনির, ব্লাস্টের এ্যাডভোকেট মোঃ আবু সাঈদ প্রমুখ।