পটুয়াখালীতে বিএনপির প্রয়াত নেতৃবৃন্দের জন্য দোয়া ও স্মরনসভা অনুষ্ঠিত

- Update Time : ১০:৫৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / ৭৩ Time View
পটুয়াখালী জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক সাবেক আহবায়ক ও সাবেক সাধারন সম্পাদক মরহুম শাহাদাৎ হোসেন মৃধার ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যপর্যন্ত বিএনপির প্রয়াত নেতৃবৃন্দদের স্মরনসভা ও তাঁদের রূহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামাদলের সদস্য সচিব মাওঃ জিহাদুর রহমান।
বৃহষ্পতিবার বেলা ১১ টায় জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এর সভাপতিত্বে ও মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় স্মরন সভা ও দোয়ামোনাজাত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক পিপি এ্যাডভোকেট মজিবর রহমান টোটন। আন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা সাবেক পৌর চেয়ারম্যান মোশতাক আহম্মেদ পিনু, মোফাজ্জেল আলী খান দুলাল, দেলোয়ার হোসেন খান নান্নু, বশির উদ্দিন মৃধা, আলমগীর বাচ্চু, মনিরুল ইসলাম লিটন, খন্দকার নাসির উদ্দীন, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব আলম, মরহুম শাহাদৎ মৃধার সহোদর বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া মৃধা, সাবেক এমপি মরহুম মোঃ শাহজাহান খান এর সহধর্মীনি মিসেস আনোয়ারা বেগম, মরহুম এ্যাডঃ মোয়াজ্জেম হোসেন সুলতান স্যারের ছেলে মোঃ জাকির হোসেন, মরহুমা আমেনা বেগমের কন্যা চৌধুরী আবিদা সুলতানা অন্তু, জেলা মৎস্য দলের সভাপতি সাবেক ভিপি মোঃ শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মনির হোসেনসহ বিভিন্ন উপজেলার সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ।
প্রকাশ,পটুয়াখালী জেলায় বিএনপির জন্মলগ্ন থেকে এ পর্যন্ত যারা প্রয়াত হয়েছেন তাদের স্মরনসভা ও তাদের রূহের মাগফেরাত কামনায় এই প্রথম সদ্য নবনির্বাচিত কমিটি এ স্মরনসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেন অনুষ্ঠানের সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। এ ধারা অব্যাহত থাকবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি স্মরন সভায় বলেছেন, দিনের ভোট রাতে নয়, জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি ক্ষমতায় যাবে। প্রয়াত নেতাদের ত্যাগ, আদর্শ ও নীতিকে ধারন করে বিএনপিকে এগিয়ে নেয়ার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান জেলা বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের প্রধান আলোচক অ্যাডভোকেট মজিবর রহমান টোটন বলেন, জেলা বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে যে সকল নেতৃবৃন্দ দেশ গঠনে প্রতিটি আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন তাদের অবদান পটুয়াখালী জেলা বিএনপি সব সময় স্মরণ করবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়