পটুয়াখালীতে ধর্ষণ ও নির্যাতনের বিচার দাবিতে সাংবাদিক সম্মেলন

- Update Time : ০৫:৩০:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / ৫৭ Time View
পটুয়াখালীর দশমিনা উপজেলার আরজবেগী গ্রামের এক নারীকে ধর্ষণ, প্রতারণা, জোরপূর্বক গর্ভপাত ও প্রাণনাশের হুমকির অভিযোগে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী নিজেই। স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন এই নারী।
শনিবার (১২ জুলাই) বেলা ১২টায় ভুক্তভোগী মোসাঃ মাকসুদা বেগম পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে লিখিত বক্তব্যে বলেন, একই এলাকার দূর সম্পর্কের দুলাভাই আবু বক্কর মুন্সী তাকে প্রেমের ফাঁদে ফেলে গত ০১ অক্টোবর ২০২৩ রাতে তার ঘরে ঢুকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন।
পরবর্তীতে ওই ব্যক্তি বিভিন্ন সময় হোটেলে নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে এবং গোপনে তার অশ্লীল ছবি ধারণ করেন।
তিনি অভিযোগ করেন, ধর্ষণের ফলে তিনি গর্ভবতী হয়ে পড়লে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু নানা তালবাহানার মাধ্যমে তাকে জোর করে গর্ভপাত করানো হয় এবং পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি জানান অভিযুক্ত আবু বক্কর। এমনকি মামলা করলে সেই ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
ভুক্তভোগী বলেন, “আমি যখন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা করি। মামলা নং-৩৭/২০২৪ উক্ত মামলায় তখন আবু বক্কর মুন্সী জেল হাজতে যায়। সেখান থেকে তার আত্মীয়রা আমাকে প্রস্তাব দেয় যে তাকে (আবু বক্কর মুন্সী) জামিনে বের হয়ে সে আমাকে বিয়ে করবে। আমি বিশ্বাস করে জামিন করাই, কিন্তু বের হয়ে এসে সে বিয়ের অঙ্গীকার ভঙ্গ করে এবং উল্টো আমাকে ও আমার সন্তানদের খুনের হুমকি দিতে থাকে।
তিনি আরও বলেন, ২৬ মার্চ ও ৩ মে তারিখে তাকে খুনের উদ্দেশ্যে হামলার চেষ্টা করা হয় এবং তার বাড়িতে চুরি হয়। এসব ঘটনায় তিনি দশমিনা থানায় সাধারণ ডায়েরি ও কোর্টে আরও একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৩০/২০২৫।
বর্তমানে ভুক্তভোগী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বারবার প্রশাসনের দ্বারে গিয়েও কোনো কার্যকর সহযোগিতা পাননি বলে জানান। তিনি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকর্মীদের কাছে আবেদন জানান, “আপনারা আমার এই নির্যাতনের কথা তুলে ধরুন। আমি বিচার চাই, আমি নিরাপত্তা চাই।আমি আমার সন্তানদের নিয়ে বাঁচতে চাই।
সংবাদ সম্মেলনে পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক মোঃ জাকির হোসেন, সদস্য সচিব গোলাম রহমান সহ প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং ভুক্তভোগী নারীর লোকজন উপস্থিত ছিলেন।