ঢাকা ১০:১৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
নেসকোতে প্রকৌশলী রোকনের গ্রেপ্তারের দাবিতে লংমার্চ ঘোষণা মদ বিক্রি না করায় টঙ্গীর জাবান হোটেলে ভাংচুরের অভিযোগ ইলিয়াস আলীসহ গুম হওয়া সবাইকে ফিরিয়ে দেওয়ার দাবি স্বজনদের গুলিস্তানে চোরাই মোবাইল চক্রের দশ সক্রিয় সদস্য গ্রেফতার: উদ্ধার ১০৩টি ফোন মুনিয়া হত্যাকাণ্ডে আফ্রিদির সম্পৃক্ততা খতিয়ে দেখবে সিআইডি : রাষ্ট্রপক্ষ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কোটি টাকা নিজের জুস পান করে নিজেই বেহুঁশ অজ্ঞান পার্টির সদস্য ! জামাতের গায়ে ছুঁচোর গন্ধ বনাম নির্বাচন বানচালের নতুন তত্ত্ব “পি আর”  ফরিদপুরের গণপূর্তের নির্বাহী প্রকৌশলী চুন্নু লাগামহীন দুর্নীতির পরও বহাল তবিয়তে হাত বেঁধে-মুখ ঢেকে নৌকায় চাপিয়ে জোর করে সাগরে ফেলা হয়

পটুয়াখালীতে ধর্ষণ ও নির্যাতনের বিচার দাবিতে সাংবাদিক সম্মেলন

এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু
  • Update Time : ০৫:৩০:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / ১৮৬ Time View

পটুয়াখালীর দশমিনা উপজেলার আরজবেগী গ্রামের এক নারীকে ধর্ষণ, প্রতারণা, জোরপূর্বক গর্ভপাত ও প্রাণনাশের হুমকির অভিযোগে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী নিজেই। স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন এই নারী।

শনিবার (১২ জুলাই) বেলা ১২টায় ভুক্তভোগী মোসাঃ মাকসুদা বেগম পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে লিখিত বক্তব্যে বলেন, একই এলাকার দূর সম্পর্কের দুলাভাই আবু বক্কর মুন্সী তাকে প্রেমের ফাঁদে ফেলে গত ০১ অক্টোবর ২০২৩ রাতে তার ঘরে ঢুকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন।

পরবর্তীতে ওই ব্যক্তি বিভিন্ন সময় হোটেলে নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে এবং গোপনে তার অশ্লীল ছবি ধারণ করেন।

তিনি অভিযোগ করেন, ধর্ষণের ফলে তিনি গর্ভবতী হয়ে পড়লে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু নানা তালবাহানার মাধ্যমে তাকে জোর করে গর্ভপাত করানো হয় এবং পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি জানান অভিযুক্ত আবু বক্কর। এমনকি মামলা করলে সেই ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

ভুক্তভোগী বলেন, “আমি যখন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা করি। মামলা নং-৩৭/২০২৪ উক্ত মামলায় তখন আবু বক্কর মুন্সী জেল হাজতে যায়। সেখান থেকে তার আত্মীয়রা আমাকে প্রস্তাব দেয় যে তাকে (আবু বক্কর মুন্সী) জামিনে বের হয়ে সে আমাকে বিয়ে করবে। আমি বিশ্বাস করে জামিন করাই, কিন্তু বের হয়ে এসে সে বিয়ের অঙ্গীকার ভঙ্গ করে এবং উল্টো আমাকে ও আমার সন্তানদের খুনের হুমকি দিতে থাকে।

তিনি আরও বলেন, ২৬ মার্চ ও ৩ মে তারিখে তাকে খুনের উদ্দেশ্যে হামলার চেষ্টা করা হয় এবং তার বাড়িতে চুরি হয়। এসব ঘটনায় তিনি দশমিনা থানায় সাধারণ ডায়েরি ও কোর্টে  আরও একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৩০/২০২৫।

বর্তমানে ভুক্তভোগী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বারবার প্রশাসনের দ্বারে গিয়েও কোনো কার্যকর সহযোগিতা পাননি বলে জানান। তিনি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকর্মীদের কাছে আবেদন জানান, “আপনারা আমার এই নির্যাতনের কথা তুলে ধরুন। আমি বিচার চাই, আমি নিরাপত্তা চাই।আমি আমার সন্তানদের নিয়ে বাঁচতে চাই।

সংবাদ সম্মেলনে পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক মোঃ জাকির হোসেন, সদস্য সচিব গোলাম রহমান সহ প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং ভুক্তভোগী নারীর লোকজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

পটুয়াখালীতে ধর্ষণ ও নির্যাতনের বিচার দাবিতে সাংবাদিক সম্মেলন

এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু
Update Time : ০৫:৩০:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

পটুয়াখালীর দশমিনা উপজেলার আরজবেগী গ্রামের এক নারীকে ধর্ষণ, প্রতারণা, জোরপূর্বক গর্ভপাত ও প্রাণনাশের হুমকির অভিযোগে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী নিজেই। স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন এই নারী।

শনিবার (১২ জুলাই) বেলা ১২টায় ভুক্তভোগী মোসাঃ মাকসুদা বেগম পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে লিখিত বক্তব্যে বলেন, একই এলাকার দূর সম্পর্কের দুলাভাই আবু বক্কর মুন্সী তাকে প্রেমের ফাঁদে ফেলে গত ০১ অক্টোবর ২০২৩ রাতে তার ঘরে ঢুকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন।

পরবর্তীতে ওই ব্যক্তি বিভিন্ন সময় হোটেলে নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে এবং গোপনে তার অশ্লীল ছবি ধারণ করেন।

তিনি অভিযোগ করেন, ধর্ষণের ফলে তিনি গর্ভবতী হয়ে পড়লে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু নানা তালবাহানার মাধ্যমে তাকে জোর করে গর্ভপাত করানো হয় এবং পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি জানান অভিযুক্ত আবু বক্কর। এমনকি মামলা করলে সেই ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

ভুক্তভোগী বলেন, “আমি যখন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা করি। মামলা নং-৩৭/২০২৪ উক্ত মামলায় তখন আবু বক্কর মুন্সী জেল হাজতে যায়। সেখান থেকে তার আত্মীয়রা আমাকে প্রস্তাব দেয় যে তাকে (আবু বক্কর মুন্সী) জামিনে বের হয়ে সে আমাকে বিয়ে করবে। আমি বিশ্বাস করে জামিন করাই, কিন্তু বের হয়ে এসে সে বিয়ের অঙ্গীকার ভঙ্গ করে এবং উল্টো আমাকে ও আমার সন্তানদের খুনের হুমকি দিতে থাকে।

তিনি আরও বলেন, ২৬ মার্চ ও ৩ মে তারিখে তাকে খুনের উদ্দেশ্যে হামলার চেষ্টা করা হয় এবং তার বাড়িতে চুরি হয়। এসব ঘটনায় তিনি দশমিনা থানায় সাধারণ ডায়েরি ও কোর্টে  আরও একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৩০/২০২৫।

বর্তমানে ভুক্তভোগী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বারবার প্রশাসনের দ্বারে গিয়েও কোনো কার্যকর সহযোগিতা পাননি বলে জানান। তিনি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকর্মীদের কাছে আবেদন জানান, “আপনারা আমার এই নির্যাতনের কথা তুলে ধরুন। আমি বিচার চাই, আমি নিরাপত্তা চাই।আমি আমার সন্তানদের নিয়ে বাঁচতে চাই।

সংবাদ সম্মেলনে পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক মোঃ জাকির হোসেন, সদস্য সচিব গোলাম রহমান সহ প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং ভুক্তভোগী নারীর লোকজন উপস্থিত ছিলেন।