পঞ্চগড়ে ৯ মাসে ২৮টি মিথ্যা মামলা নিষ্পত্তি, মুক্তি পেয়েছেন প্রায় ৩ হাজার আসামি

- Update Time : ০৪:২৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / ৭৬ Time View
মাত্র ৯ মাসে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউশন (পিপি) টিম ২৮টি হয়রানিমূলক ও মিথ্যা মামলা নিষ্পত্তির মাধ্যমে প্রায় ৩ হাজার নিরীহ মানুষকে মুক্ত করতে সক্ষম হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি।
পিপি আদম সুফি বলেন, “গত বছরের ২৭ অক্টোবর দায়িত্ব গ্রহণের পর থেকে আমি ও আমার সহকর্মীরা আদালত, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন ও আইন মন্ত্রণালয়ের সহায়তায় মিথ্যা মামলাগুলোর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করি। এরপর সরকার এসব হয়রানিমূলক মামলার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে। ফলে দ্রুততম সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টে পঞ্চগড়ে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানির অংশ হিসেবে পূর্ববর্তী সরকারের আমলে যেসব ভিত্তিহীন মামলা দায়ের হয়েছিল, অধিকাংশ মামলাই যাচাই-বাছাই শেষে মিথ্যা প্রমাণিত হয়। এসব মামলায় নিরীহ জনগণ, রাজনৈতিক কর্মী, শিক্ষার্থীসহ প্রায় তিন হাজারের অধিক ব্যক্তিকে আসামি করা হয়েছিল।”
পিপি আরও জানান, “অনেক ভুক্তভোগী এখনো জানেন না যে তাদের মামলা নিষ্পত্তি হয়ে গেছে। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই— তারা এখন মুক্ত। আর কোনো মামলায় হাজিরা দিতে হবে না।”
তিনি বলেন, “আইন মন্ত্রণালয়ের প্রত্যক্ষ সহযোগিতা এবং বিচার বিভাগের আন্তরিকতা ছাড়া এত অল্প সময়ে এতো মামলা নিষ্পত্তি সম্ভব হতো না। অধিকাংশ মামলায় ভুয়া সাক্ষী, ভিত্তিহীন এজাহার এবং রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট ছিল।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্পেশাল পিপি অ্যাডভোকেট জাকির হোসেন, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট খলিলুর রহমান, অ্যাডভোকেট ইয়াছিনুল হক দুলাল, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট মেহেদী হাসান মিলন এবং অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মিলন।
অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ আদালতের বিভিন্ন পর্যায়ের আইনজীবী উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়