ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান বিচারপতির শোক প্রকাশ উত্তরায় বিমান বিধ্বস্ত : আহতদের মেট্রোরেলে বহনে বগি রিজার্ভ হাসিনা-কাদেরের ঘনিষ্ঠ আ.লীগ নেতাদের সাথে বিএনপি নেতার ছবি ভাইরাল   শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক বার্তা উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত; নিহত ১, আহত ২০ কেয়ামত পর্যন্ত জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না : গয়েশ্বর চকরিয়ায় হরতালের সমর্থনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ সংগঠনের বিক্ষোভ গাড়ি কেনার জন্য টাকা না দেওয়ায় নির্যাতন, ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে স্ত্রীর মামলা বেরোবি প্রশাসনকে ‘শাড়ি-চুড়ি’ দিলো শিক্ষার্থীরা রংপুরে ছাত্রলীগ নেতা মানিক গ্রেফতার

পঞ্চগড়ে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা

সাব্বির হোসেন, পঞ্চগড়
  • Update Time : ০৩:৪৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / ২১ Time View

পঞ্চগড়ে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী ও তার ভাই, বোনসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গতকাল রবিবার (২০ জুলাই) পঞ্চগড় সদর থানায় এ মামলাটি দায়ের করেন নিহত মোস্তফিজুর রহমান দুলাল (৩৫) এর মা মোছাঃমর্জিনা বেওয়া। তিনি সদর উপজেলার তুলারডাঙ্গা এলাকার মৃত আফাজ উদ্দিনের স্ত্রী।

আসামীরা হলেন, নিহত মোস্তাফিজুর রহমানের স্ত্রী মোছা,ফেরদৌসি আক্তার জবা (৩০), তার ভাই তানভির হোসেন তনি (৩৫),ফাইজা আক্তার (২৩) তারা সদর উপজেলার মিলগেট ইসলামপুর এলাকার মৃত আব্দুল জলিলের সন্তান।

মামলা সুত্রে জানা যায়,মোস্তাফিজুর রহমান দুলাল (৩৫) এর সাথে আসামীর প্রায় ১১ বছর পূর্বে বিয়ে হয়। তাদের ঔরশে দুই কন্যা সন্তানের জন্ম হয়।একজনের বয়স ১০, অপরজনের দুই বছর। বিয়ের পর দুলাল শশুর বাড়ির পাশে জায়গা নিয়ে বাড়ি করে সংসার করছিল। আসামীরা দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার বিচার শালিশও হয় ।

১৮ জুলাই শুক্রবার ঘটনার দিন সকালে এজাহারভুক্ত আসামীসহ অজ্ঞাত নামা ৫/৭ জন হাতে লোহার রড, বাঁশের লাঠি নিয়ে দুলাল এর বাড়ীতে গিয়ে মারপিট করে। যার ফলে দুলালের মুখে, বুকে, পেটে, পায়ে, বাম হাতে, কাঁধে ও থুতনিতে কালশিরা আঘাতের দাগ রয়েছে এবং গলায় ওড়না পেঁচিয়ে হত্যার চেষ্টা করে। অবস্থা বেগতিক হলে আত্মহত্যার অপবাদ দিয়ে, আসামীরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়, কর্তব্যরত চিকিৎসক অবস্থা খারাপ দেখে দ্রুত রংপুর মেডিকেলে রেফার্ড করেন। রংপুরে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে ভর্তি করে, আই.সি.ইউ-তে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৯ জুলাই দিবাগত রাত ১২.৪০ মিনিটে মৃত্যু হয়। মৃত্যুর খবর শুনে আসামীরা আত্মগোপনে রয়েছে। মামলার বাদী নির্যাতনসহ মারধর করার ফলে ছেলের মৃত্যু হওয়ায় বিষয়টি সুষ্ঠু তদন্ত করে আসামীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।

জানা যায়, অভিযুক্ত মোছা,ফেরদৌসি আক্তার জবা পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের স্টোর কিপার এবং তানভির হোসেন তনি সদর হাসপাতালের ইসিজি টেকনিশিয়ান পদে কর্মরত রয়েছেন।

হত্যার বিষয়টি জানার জন্য একাধিকবার ফেরদৌসি আক্তার জবার মুঠোফোনে কল দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

মামলার বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক তৈয়ব আলী সরকার জানান, লাশ রংপুরে ময়নাতদন্ত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

পঞ্চগড়ে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা

সাব্বির হোসেন, পঞ্চগড়
Update Time : ০৩:৪৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

পঞ্চগড়ে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী ও তার ভাই, বোনসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গতকাল রবিবার (২০ জুলাই) পঞ্চগড় সদর থানায় এ মামলাটি দায়ের করেন নিহত মোস্তফিজুর রহমান দুলাল (৩৫) এর মা মোছাঃমর্জিনা বেওয়া। তিনি সদর উপজেলার তুলারডাঙ্গা এলাকার মৃত আফাজ উদ্দিনের স্ত্রী।

আসামীরা হলেন, নিহত মোস্তাফিজুর রহমানের স্ত্রী মোছা,ফেরদৌসি আক্তার জবা (৩০), তার ভাই তানভির হোসেন তনি (৩৫),ফাইজা আক্তার (২৩) তারা সদর উপজেলার মিলগেট ইসলামপুর এলাকার মৃত আব্দুল জলিলের সন্তান।

মামলা সুত্রে জানা যায়,মোস্তাফিজুর রহমান দুলাল (৩৫) এর সাথে আসামীর প্রায় ১১ বছর পূর্বে বিয়ে হয়। তাদের ঔরশে দুই কন্যা সন্তানের জন্ম হয়।একজনের বয়স ১০, অপরজনের দুই বছর। বিয়ের পর দুলাল শশুর বাড়ির পাশে জায়গা নিয়ে বাড়ি করে সংসার করছিল। আসামীরা দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার বিচার শালিশও হয় ।

১৮ জুলাই শুক্রবার ঘটনার দিন সকালে এজাহারভুক্ত আসামীসহ অজ্ঞাত নামা ৫/৭ জন হাতে লোহার রড, বাঁশের লাঠি নিয়ে দুলাল এর বাড়ীতে গিয়ে মারপিট করে। যার ফলে দুলালের মুখে, বুকে, পেটে, পায়ে, বাম হাতে, কাঁধে ও থুতনিতে কালশিরা আঘাতের দাগ রয়েছে এবং গলায় ওড়না পেঁচিয়ে হত্যার চেষ্টা করে। অবস্থা বেগতিক হলে আত্মহত্যার অপবাদ দিয়ে, আসামীরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়, কর্তব্যরত চিকিৎসক অবস্থা খারাপ দেখে দ্রুত রংপুর মেডিকেলে রেফার্ড করেন। রংপুরে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে ভর্তি করে, আই.সি.ইউ-তে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৯ জুলাই দিবাগত রাত ১২.৪০ মিনিটে মৃত্যু হয়। মৃত্যুর খবর শুনে আসামীরা আত্মগোপনে রয়েছে। মামলার বাদী নির্যাতনসহ মারধর করার ফলে ছেলের মৃত্যু হওয়ায় বিষয়টি সুষ্ঠু তদন্ত করে আসামীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।

জানা যায়, অভিযুক্ত মোছা,ফেরদৌসি আক্তার জবা পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের স্টোর কিপার এবং তানভির হোসেন তনি সদর হাসপাতালের ইসিজি টেকনিশিয়ান পদে কর্মরত রয়েছেন।

হত্যার বিষয়টি জানার জন্য একাধিকবার ফেরদৌসি আক্তার জবার মুঠোফোনে কল দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

মামলার বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক তৈয়ব আলী সরকার জানান, লাশ রংপুরে ময়নাতদন্ত হচ্ছে।