পঞ্চগড়ে সাবেক রেলমন্ত্রীর জামিন নামঞ্জুর

- Update Time : ০৫:৩৮:০১ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
- / ৭১ Time View
পঞ্চগড়ে সাবেক রেলমন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। রোববার সকালে আদালতে আসামীর আইনজীবিরা জামিন আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশরাফুজ্জামান এ আদেশ দেন।
এর আগে পঞ্চগড়ের উত্তর দর্জিপাড়া এলাকার আল আমিনকে হত্যা করে গুমের হুকুমদাতা হিসেবে তাকে শোন এরেস্ট দেখানো হয়। সাবেক রেলমন্ত্রী জেলা আওয়ামীলীগের সভাপতি এবং বোদা ময়দানদিঘী মহাজন পাড়া এলাকার মৃত ইমাজ উদ্দিন আহম্মেদ এর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, মামলার বাদী মো.মনুর ছেলে আলামিন পেশায় রিক্সা চালক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় যোদ্ধা ছিলেন। এজন্য তাকে শুরু থেকেই বিভিন্ন হুমকি ধামকি দেয়া হতো। এরই ধারাবাহিকতায় গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের পর আলামিন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান সাকিব প্লাবন পাটোয়ারীর বাড়ির সামনে দিয়ে যখন বাড়ি ফিরছিলেন, তখন কতিপয় আসামীর পরোক্ষ ও প্রত্যক্ষ মদদে অন্য আসামীরা তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দ্বারা আল আমিনকে জখম করে।
এতে রক্তাক্ত হয়ে আলামিন সড়কে লুটিয়ে পড়লে তার নিথর দেহ টেনে হিচেড়ে নিয়ে যায় তারা। তখন থেকেই আল আমিনের সন্ধান নেই। এ ঘটনায় ১০ নভেম্বর তার বাবা মনু বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করে। আসামি পক্ষের আইনজীবি এ্যাডভোকেট মির্জা সারোয়ার হোসেন বলেন,আদালতে জামিন আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে, ডিভিশন মঞ্জুর করেছেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট আদম সুফি জানান, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সম্মুখ যোদ্ধাকে গুম করে হত্যা করা হয়েছে। আসামী পক্ষের আইনজীবিরা জামিন চেয়েছেন, আমরা সরকার পক্ষ থেকে জামিনের বিরোধিতা করেছি। বিচারক আসামীর জামিন না মঞ্জুর করেছে। এই আসামীর বিরুদ্ধে রিমান্ড এর প্রার্থনা আসতেছে।
নওরোজ/এসএইচ