হাদির উপর হামলা
পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি
- Update Time : ০৮:১৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / ৩৭ Time View
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদির উপর হামলা করে গুলিবিদ্ধ করা এবং চট্রগ্রাম মহানগড় বিএনপি’র আহবায়ক এরশাদ উল্লাহকে গুুলিবিদ্ধ্ করার প্রতিবাদে পঞ্চগড়ে জেলা বিএনপি’র আয়োজনে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ কর্মসুচি পালন করা হয়েছে।
শনিবার বিকেলে পঞ্চগড় জেলা বিএনপি কার্য্যালয় থেকে জেলা বিএনপি’র সদস্য সচিব ফরাহাদ হোসেন আজাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। এ সময় সাবেক মহিলা সংসদ সদস্য এডভোকেট রিনা পারভিন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারন সম্পাদক নুরুজ্জামান বাবু সহ সেচ্ছাসেবক দল, ছাত্রদল,মহিলা দল,শ্রমিক দল সহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিল।
মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবারও দলীয় কার্য্যালয়ে শেষ হয়। পরে সেখানেই প্রতিবাদ সমাবেশ করা হয়। প্রতিবাদ সমাবেশে বিএনপি’র পল্লী উন্নয়ক বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ সহ বিএনপি ছাত্রদল যুবদলের সভাপতি সাধারন সম্পাদকগণ বক্তব্য রাখেন। বক্তারা জানান আগামি জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্থ করতে উদ্দেশ্যপ্রনোদীতভাবে উসমান হাদি এবং এরশাদউল্লাহকে গুলিবিদ্ধ করা হয়েছে। অতি দ্রুত এই ঘটনায় জড়িতদের বের করে শাস্তির আওতায় আনতে অন্তর্বতি সরকারের প্রতি আহবান জানান।






















































































































































































