পঞ্চগড়ে বিএনপির ‘ঘরে ঘরে জনে জনে’ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন নওশাদ জমির

- Update Time : ১১:১২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ৭১ Time View
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি শুরু করেছে বিএনপি। বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন। রোববার সকালে পঞ্চগড় পৌরসভার জ্বালাসী মোড় থেকে এই কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিতে বিএনপির এই নেতা বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় অধিবাসীদের সাথে দেখা করছেন, তাদের খোঁজ-খবর নিচ্ছেন। সেই সাথে বিএনপির ৩১ দফা কর্মসূচি এবং রাষ্ট্র ক্ষমতায় গেলে ১৮০ দিনে বিএনপির প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কে ধারণা দিচ্ছেন এই নেতা।
এ সময় জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এম এ মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান মুক্তিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, এই কর্মসূচি বাস্তাবায়ন করতে ১৯টি টিম গঠন করা হয়েছে। আগামী মাসের ১৫ তারিখ পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। ব্যারিস্টার নওশাদ জমির এ সময় বলেন, ঘরে ঘরে জনে জনে কর্মসূচির মাধম্যে আমরা বিএনপির ৩১ দফা এবং ১৮০ দিনের কর্মসূচি গণমানুষের কাছে তুলে ধরছি। আমরা অনেক সাড়া পাচ্ছি। মানুষের সমস্যাগুলো শুনতে পারছি।