পঞ্চগড়ে বিআরটিএ’র অভিযান, ফিটনেসবিহীন গাড়ি ডাম্পিং ও জরিমানা

- Update Time : ১০:৩২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- / ৯২ Time View
সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা রোধ ও নিরাপদ চলাচল নিশ্চিতে পঞ্চগড়ে ট্রাফিক পুলিশের সহায়তায় যৌথ অভিযান চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
রবিবার (২০ জুলাই) দুপুরে শহরের মিলগেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বাস, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ বিভিন্ন দূরপাল্লার গাড়ির ফিটনেস, বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করা হয়। ফিটনেসবিহীন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ছয়টি মামলায় মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।এবং একটি গাড়িকে ডাম্পিংয়ের আওতায় নিয়ে আসা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, শহরের সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন যানবাহন চিহ্নিত করে ডাম্পিং জোনে নেওয়া হচ্ছে। পাশাপাশি এসব যানবাহনকে আইনের আওতায় আনা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় বিআরটিএ’র মোটরযান পরিদর্শক হিমাদ্রী ঘটক বলেন, সড়কে দুর্ঘটনা এড়াতে ফিটনেসবিহীন যানবাহনকে আইনের আওতায় এনে জরিমানা করা হচ্ছে। এ কার্যক্রম নিয়মিতভাবে চলবে।