ঢাকা ০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে নির্বাচনের দাবিতে শ্রমিকদের প্রতিবাদ সভা

সাব্বির হোসেন, পঞ্চগড় প্রতিনিধি
  • Update Time : ০৪:৪৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / ৪৩ Time View

নির্বাচনের দাবিতে প্রতিবাদ সভা করেছে পঞ্চগড় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের রেজি নং রাজ-২৬৪ এর নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে পঞ্চগড় ট্রাক টার্মিনাল এলাকায় কয়েকশ শ্রমিকের অংশগ্রহণে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন রেজি নং রাজ-২৬৪ এর সাবেক নেতা রাজিউর রহমান রাজু, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক পলাশ, সাবেক রোড সেক্রেটারি কাবিল হোসেন, কার্যকরী সদস্য শহিদুল ইসলাম, চালক শাখার সাধারণ সম্পাদক আলিমুল ইসলাম, কার্যকরী সদস্য শ্রী মনোরঞ্জন বণিক এবং শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন সেলিমসহ অনেকে।

সাবেক নেতা রাজিউর রহমান রাজু বলেন, আমরা আজ একত্রিত হয়েছি কারণ গঠনতন্ত্রে নির্ধারিত শ্রমিকদের মৌলিক অধিকার ও সুবিধাগুলো এখনো বাস্তবায়িত হয়নি। গঠনতন্ত্র অনুযায়ী, সদস্যদের মেয়ের বিয়েতে অনুদান, দুর্ঘটনায় আহত শ্রমিকের চিকিৎসা ভাতা এবং কোনো ড্রাইভার বা হেল্পারের মৃত্যু হলে তার পরিবারকে এককালীন ৩০ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও, বাস্তবে এসব সুবিধা কখনো দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক হাসিনা সরকারের পতনের পরও প্রায় সাত মাস ধরে মেয়াদোত্তীর্ণ কমিটি জোরপূর্বক দায়িত্বে আছে। নির্বাচন না হওয়া সংগঠনের জন্য ক্ষতিকর এবং এটি শ্রমিকদের আস্থার সংকট তৈরি করছে।

শ্রমিকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ইউনিয়নের কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে সাত মাস আগে। ফলে শ্রমিকরা নেতৃত্বহীন অবস্থায় রয়েছেন, যা তাদের ন্যায্য অধিকার, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা ব্যাহত করছে।

এ বিষয়ে রেজি নং রাজ-২৬৪ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ বলেন, নির্বাচন দিচ্ছি না এমন নয়, দেশের বর্তমান প্রেক্ষাপটে কিছুটা বিলম্ব হচ্ছে। আগামী ১০ তারিখের মধ্যে আমরা একটি মিটিং করব, সেখানে ঠিক হবে কবে সাধারণ সভা হবে এবং নির্বাচনের প্রক্রিয়া কীভাবে নির্ধারণ করা হবে।

সাধারণ সম্পাদক আকবর আলী জানান, সব শাখার সমন্বয়ে একটি মিটিং করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই বৈঠকেই পরবর্তী সিদ্ধান্ত হবে।

শ্রমিকদের কল্যাণ ভাতা না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, এমন অভিযোগ পুরোপুরি সঠিক নয়। ১০০ জন শ্রমিকের মধ্যে অন্তত ৯০ জন বর্তমানে ভাতা পাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

পঞ্চগড়ে নির্বাচনের দাবিতে শ্রমিকদের প্রতিবাদ সভা

সাব্বির হোসেন, পঞ্চগড় প্রতিনিধি
Update Time : ০৪:৪৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

নির্বাচনের দাবিতে প্রতিবাদ সভা করেছে পঞ্চগড় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের রেজি নং রাজ-২৬৪ এর নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে পঞ্চগড় ট্রাক টার্মিনাল এলাকায় কয়েকশ শ্রমিকের অংশগ্রহণে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন রেজি নং রাজ-২৬৪ এর সাবেক নেতা রাজিউর রহমান রাজু, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক পলাশ, সাবেক রোড সেক্রেটারি কাবিল হোসেন, কার্যকরী সদস্য শহিদুল ইসলাম, চালক শাখার সাধারণ সম্পাদক আলিমুল ইসলাম, কার্যকরী সদস্য শ্রী মনোরঞ্জন বণিক এবং শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন সেলিমসহ অনেকে।

সাবেক নেতা রাজিউর রহমান রাজু বলেন, আমরা আজ একত্রিত হয়েছি কারণ গঠনতন্ত্রে নির্ধারিত শ্রমিকদের মৌলিক অধিকার ও সুবিধাগুলো এখনো বাস্তবায়িত হয়নি। গঠনতন্ত্র অনুযায়ী, সদস্যদের মেয়ের বিয়েতে অনুদান, দুর্ঘটনায় আহত শ্রমিকের চিকিৎসা ভাতা এবং কোনো ড্রাইভার বা হেল্পারের মৃত্যু হলে তার পরিবারকে এককালীন ৩০ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও, বাস্তবে এসব সুবিধা কখনো দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক হাসিনা সরকারের পতনের পরও প্রায় সাত মাস ধরে মেয়াদোত্তীর্ণ কমিটি জোরপূর্বক দায়িত্বে আছে। নির্বাচন না হওয়া সংগঠনের জন্য ক্ষতিকর এবং এটি শ্রমিকদের আস্থার সংকট তৈরি করছে।

শ্রমিকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ইউনিয়নের কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে সাত মাস আগে। ফলে শ্রমিকরা নেতৃত্বহীন অবস্থায় রয়েছেন, যা তাদের ন্যায্য অধিকার, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা ব্যাহত করছে।

এ বিষয়ে রেজি নং রাজ-২৬৪ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ বলেন, নির্বাচন দিচ্ছি না এমন নয়, দেশের বর্তমান প্রেক্ষাপটে কিছুটা বিলম্ব হচ্ছে। আগামী ১০ তারিখের মধ্যে আমরা একটি মিটিং করব, সেখানে ঠিক হবে কবে সাধারণ সভা হবে এবং নির্বাচনের প্রক্রিয়া কীভাবে নির্ধারণ করা হবে।

সাধারণ সম্পাদক আকবর আলী জানান, সব শাখার সমন্বয়ে একটি মিটিং করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই বৈঠকেই পরবর্তী সিদ্ধান্ত হবে।

শ্রমিকদের কল্যাণ ভাতা না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, এমন অভিযোগ পুরোপুরি সঠিক নয়। ১০০ জন শ্রমিকের মধ্যে অন্তত ৯০ জন বর্তমানে ভাতা পাচ্ছেন।