পঞ্চগড়ে জমির বিরোধে বাড়িঘর ভাংচুরের অভিযোগ
- Update Time : ১০:১৮:০০ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / ২০৮ Time View
পঞ্চগড়ে জমির বিরোধে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় ফইম উদ্দিন,মজিবর রহমান গং এর বিরুদ্ধে।
শুক্রবার দুপুরে আটোয়ারী উপজেলায় নলপুখুরী এলাকায় এঘটনা ঘটে।পরে ভুক্তভোগী নলপুখুরী এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে ফজলুর রহমান ওইদিন রাতে থানায় অভিযোগ করে।
কিন্তু তিনদিন পার হয়ে গেলেও মামলা রুজু হয়নি। তবে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মুঠোফোনে তদন্ত করে বাদীর অভিযোগের বিষয়ে সত্যতা না পাওয়ায় মামলা রুজু করা হয়নি বলেও জানান তিনি।
মামলার এজাহার সূত্রে জানা যায়,ফজলুর রহমানের পৈত্রিক এবং ক্রয়সূত্রের ভোগদখল জমিতে বসতবাড়ী নির্মাণ করতে গেলে শুক্রবার দুপুরে ফইম উদ্দিন,মজিবর রহমান গং পূর্বপরিকল্পনা করে বাঁশের লাঠি,ধারালো ছোড়া,লোহার রড ও দেশীয় অস্ত্রে বসতবাড়ীতে অনধিকার প্রবেশ করে ভাংচুর ও টাকা পয়সা লুটপাট করে।
এতে প্রায় ঘর নির্মানের রক্ষিত ৭ লাখ ১০ হাজার টাকা নিয়ে যায়,সীমানা প্রাচীরের গেট রান্না ঘরের খুঁটি প্রয়োজনীয় দলিল কাগজপত্রাদিসহ আসবাবপত্র যাহার মূল্য ২ লাখ ৫ হাজার টাকা ক্ষতি সাধন করে। আসামীদের এ অন্যায়ের বিরুদ্ধে সু-বিচারের দাবী জানান ভুক্তভোগী ফজলুর রহমান।
তবে অভিযোগ অস্বীকার করে বিবাদীদের পয়মুল ইসলামসহ তার পরিবারের লোকজন বাড়িঘর ভাংচুরের অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারি রাস্তার জমিতে পাকা ঘর নির্মান করছিল আমরা বাঁধা দিয়েছি।ভাংচুরের ঘটনা তারা নিজেরাই ঘটিয়েছে বলেও জানান।








































































































































































































