পঞ্চগড়ে ছাত্রদল কর্মীকে খুন

- Update Time : ০৯:৫১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / ১১৬৮ Time View
পঞ্চগড়ে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে মো:জাবেদ উমর জয় (১৯)নামের এক কিশোর নিহত হয়েছেন।
বুধবার রাতে জেলা শহরের সিনেমাহল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয় পুরাতন ক্যাম্প এলাকার মৃত জহিরুল ইসলামের ছেলে।সে ছাত্রদলের কর্মী এবং এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিল।এক সপ্তাহে চারটি খুনের ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
ঘটনার পর নিহতের এলাকাবাসীরা বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে জয়ের সঙ্গে নতুনবস্তি এলাকার ছাত্রদলের কর্মী আল আমিনের গ্রুপের বিরোধ চলছিল। বুধবার দুপুরে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। রাতের বেলায় জয় একা সিনেমা হল মার্কেট এলাকায় গেলে প্রতিপক্ষের ১০-১২ জন তাকে ঘিরে ফেলে।সেখানে বাকবিতণ্ডার একপর্যায়ে আল আমিন ছুরি দিয়ে জয়ের পেটে আঘাত করে পালিয়ে যায়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের বড় ভাই আশরাফ বলেন,আমি দোকানে যাওয়ার সময় রাতে জয়কে খুঁজছিল কয়েকজন। পরে মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি, তাকে আল আমিনসহ কয়েকজন ছুরিকাঘাত করেছে। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মো: শইমী ইমতিয়াজ বলেন,এটি পূর্ব শত্রুতার জেরে সংগঠিত হত্যাকাণ্ড।অভিযুক্তদের মধ্যে আল আমিন ও পারভেজের নাম পাওয়া গেছে, তাদের সাথে আরো অনেকে ছিল। উভয়েই ছাত্রদল সংশ্লিষ্ট। আসামিদের ধরতে পুলিশ চেষ্টা অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়