পঞ্চগড়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

- Update Time : ১১:০০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / ৬৩ Time View
গোপন তৎপরতায় অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক দেশে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ বিনষ্ট এবং সারাদেশে আইনশৃঙ্খলার অবনতি—এসবের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
সোমবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেরে বাংলা পার্কের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, ছাত্রদলের জেলা সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, সাংগঠনিক সম্পাদক জুয়েলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
পরে বিএনপির জেলা কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদল সভাপতি তারেকুজ্জামান তারেক ও বিএনপি নেতা সফিউজ্জামান পাটোয়ারী রুমেল।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন, মিটফোর্ডে একজনকে পিটিয়ে হত্যার ঘটনাকে বিএনপির উপর দোষ চাপাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এটি রাজনৈতিক কোনো ঘটনা নয়, বরং ব্যবসায়িক দ্বন্দ্ব থেকেই হত্যাকাণ্ডটি ঘটেছে।
তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. ইউনুস লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঠিক করেছিলেন। কিন্তু একটি মহল তখন থেকেই নির্বাচন পেছানোর জন্য ষড়যন্ত্রে লিপ্ত। তারা একেক সময় একেক কথা বলে দেশের রাজনীতিকে ঘোলাটে করছে।