পঞ্চগড়ে কুখ্যাত মোটরসাইকেল চোর দলের মুল হোতা গ্রেফতার

- Update Time : ০৭:৪০:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / ১৩ Time View
পঞ্চগড়ে কুখ্যাত মোটরসাইকেল চোর দলের মুল হোতা মো: সুলতান ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার ২৪ মার্চ দুপুরে ঘটিকার সময় বোদা থানার চৌকস টিম ঠাকুরগাও জেলার ভুল্লী থানাধীন ১১ মাইল নামক স্থান হতে আসামী মো: সুলতান ইসলামকে চোরাইকৃত মোটরসাইকেল সহ আটক করা হয়।
মোঃ সুলতান ইসলাম(৩২), পিতা- মো: আব্দুল গফুর, সাং-রামগোবিন্দ হিসাবিয়া, পোষ্ট: পাচপীর, থানা- বোদা, জেলা-পঞ্চগড় এর বাসিন্দা।
আসামী মো: সুলতান ইসলামকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হলে আসামী জানায় যে, মো: মতিয়ার রহমান(৪০),পিতা- মো: আবুল হোসেন, সাং-কাদেরপুর কোতয়ালপাড়া, ০১নং ওয়ার্ড, ০২নং ময়দানদিঘী ইউনিয়ন, থানা-বোদা, জেলা-পঞ্চগড়ের নিকট মোটরসাইকেলের ভূয়া কাগজ তৈরী করে বিক্রয় করেছে।
গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্য মতে বোদা থানাধীন ০২নং ময়দানদিঘী ইউনিয়নের জেমজুট বাজারে পুলিশী অভিযান পরিচালনা করে ০১(এক)টি পুরাতন ব্যবহৃত রেজিস্ট্রেশন বিহীন লাল কালো রংয়ের বাজাজ পালসার ১৫০ সিসি মোটরসাইকেল, যাহার ইঞ্জিন নং- DHYWJB49801, চেসিস নং-MD2A11CY2JWB95670, মূল্য অনুমান-১,৫০,০০০/-,(এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সূত্রে বর্নিত মামলা সহ সর্বমোট-০৫ টি চুরি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রহিয়াছে। যাহা নিম্নে প্রদত্ত হলো। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়