ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

পঞ্চগড়ে ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ব্যাপক কাযক্রম গ্রহণ

পঞ্চগড় প্রতিনিধি
  • Update Time : ০৯:২০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • / ৯ Time View

প্রতি বছরে ঈদ আসলে মানুষের ঘরে ঘরে আনন্দ বয়ে যায়। তবে ঈদের সময় কিছূ সড়ক দুর্ঘটনা সেই আনন্দ বিষাদে পরিণিত হয়। বিশেষ করে ঈদ আসলেই চলাচলে অসচেতনতা, মোটরসাইকেলের বেপরোয়া গতি, অপ্রাপ্ত বয়স্ক কিশোরদের মোটরসাইকেল চালনা, মহাসড়কে গ্রামীণ যানবাহন চলাচল, সড়কে অতিরিক্ত গতি এসব কারণে প্রতি বছর মৃত্যুর ঘটনা ঘটে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ পঞ্চগড় জেলা অফিস সূত্রে জানা যায়, ঈদ পূর্ববর্তী ও ঈদ পরবর্তী সড়ক দূর্ঘটনা রোধে এবছর বিআরটিএ, জেলা প্রশাসন, ট্রাফিক বিভাগের উদ্যোগে সচেতনতা বৃদ্ধির ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে প্রতিদিনই জেলার বিভিন্ন সড়ক মহাসড়ক, বাস স্ট্যান্ড ও জনসমাগমস্থলে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং, রোড শো, লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে।

সড়ক মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ, মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি ও থ্রি-হুইলার চলাচল নিয়ন্ত্রণ সহ গতি নিয়ন্ত্রণে পথে পথে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, ফিটনেস বিহীন যানবাহন চলাচল বন্ধ, পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন, হেলমেট বিহীন মোটরসাইকেল চালনা, মোটরসাইকেলে একের অধিক আরোহী বহন রোধে বিআরটিএ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে প্রতিনিয়ত বিশেষ অভিযান করা হচ্ছে।

এদিকে, জেলা প্রশাসন ও পুলিশ সুপার প্রথম থেকেই সড়ক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। ঈদের পূর্ব থেকেই সংশ্লিষ্টদের তৎপরতায় ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করার এমন পদক্ষেপে জেলাবাসীও খুশি প্রকাশ করছে।

বিআরটিএ’র ঠাকুরগাঁও সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) বলেন, ঈদকে সামনে রেখে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে আমরা জনসাধারণের সড়কে সচেতনতা বৃদ্ধিসহ বিশেষ অভিযান পরিচালনা করছি। জনসাধারণের সড়কে সচেতনতা বৃদ্ধির জন্য জেলা প্রশাসক স্যার প্রতিনিয়ত দিকনির্দেশনা দিচ্ছেন। এছাড়াও ঈদকে কেন্দ্র করে ঘরমুখি মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে বিআরটিএ’র চেয়ারম্যান স্যার এবার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন।

পঞ্চগড় সার্কেলের সহকারী পরিচালক আরও বলেন, ঈদকে সামনে রেখে ঈদের আগে ও পরে আমরা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে ভিজিলেন্স  টিম এর মাধ্যমে প্রতিনিয়ত মোবাইল কোর্ট ও টিকিট কাউন্টার গুলোতে ভিজিট করছি এবং এইবার সড়ক দুর্ঘটনার হার অনেক কম।

Please Share This Post in Your Social Media

পঞ্চগড়ে ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ব্যাপক কাযক্রম গ্রহণ

পঞ্চগড় প্রতিনিধি
Update Time : ০৯:২০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫

প্রতি বছরে ঈদ আসলে মানুষের ঘরে ঘরে আনন্দ বয়ে যায়। তবে ঈদের সময় কিছূ সড়ক দুর্ঘটনা সেই আনন্দ বিষাদে পরিণিত হয়। বিশেষ করে ঈদ আসলেই চলাচলে অসচেতনতা, মোটরসাইকেলের বেপরোয়া গতি, অপ্রাপ্ত বয়স্ক কিশোরদের মোটরসাইকেল চালনা, মহাসড়কে গ্রামীণ যানবাহন চলাচল, সড়কে অতিরিক্ত গতি এসব কারণে প্রতি বছর মৃত্যুর ঘটনা ঘটে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ পঞ্চগড় জেলা অফিস সূত্রে জানা যায়, ঈদ পূর্ববর্তী ও ঈদ পরবর্তী সড়ক দূর্ঘটনা রোধে এবছর বিআরটিএ, জেলা প্রশাসন, ট্রাফিক বিভাগের উদ্যোগে সচেতনতা বৃদ্ধির ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে প্রতিদিনই জেলার বিভিন্ন সড়ক মহাসড়ক, বাস স্ট্যান্ড ও জনসমাগমস্থলে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং, রোড শো, লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে।

সড়ক মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ, মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি ও থ্রি-হুইলার চলাচল নিয়ন্ত্রণ সহ গতি নিয়ন্ত্রণে পথে পথে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, ফিটনেস বিহীন যানবাহন চলাচল বন্ধ, পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন, হেলমেট বিহীন মোটরসাইকেল চালনা, মোটরসাইকেলে একের অধিক আরোহী বহন রোধে বিআরটিএ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে প্রতিনিয়ত বিশেষ অভিযান করা হচ্ছে।

এদিকে, জেলা প্রশাসন ও পুলিশ সুপার প্রথম থেকেই সড়ক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। ঈদের পূর্ব থেকেই সংশ্লিষ্টদের তৎপরতায় ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করার এমন পদক্ষেপে জেলাবাসীও খুশি প্রকাশ করছে।

বিআরটিএ’র ঠাকুরগাঁও সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) বলেন, ঈদকে সামনে রেখে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে আমরা জনসাধারণের সড়কে সচেতনতা বৃদ্ধিসহ বিশেষ অভিযান পরিচালনা করছি। জনসাধারণের সড়কে সচেতনতা বৃদ্ধির জন্য জেলা প্রশাসক স্যার প্রতিনিয়ত দিকনির্দেশনা দিচ্ছেন। এছাড়াও ঈদকে কেন্দ্র করে ঘরমুখি মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে বিআরটিএ’র চেয়ারম্যান স্যার এবার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন।

পঞ্চগড় সার্কেলের সহকারী পরিচালক আরও বলেন, ঈদকে সামনে রেখে ঈদের আগে ও পরে আমরা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে ভিজিলেন্স  টিম এর মাধ্যমে প্রতিনিয়ত মোবাইল কোর্ট ও টিকিট কাউন্টার গুলোতে ভিজিট করছি এবং এইবার সড়ক দুর্ঘটনার হার অনেক কম।