ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ আসামীর যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা ধর্ষণ বিরোধী স্লোগানে মুখরিত কুবি ক্যাম্পাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কসহ ৭ জন কারাগারে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগের টিকিট বাণিজ্য ধর্ষণের বিরুদ্ধে কুবিতে মানববন্ধন 

পঞ্চগড়ে অবৈধভাবে ভারতীয় দুই নাগরিক পেলেন জাতীয় পরিচয়পত্র

সাব্বির হোসেন
  • Update Time : ০৪:১০:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৪২ Time View

পঞ্চগড়ে ভারতীয় দুই নাগরিককে অবৈধভাবে জাতীয় পরিচয় পত্র প্রদানে সহযোগিতা করার অভিযোগ,বোদা মারেয়া বামনহাট ইউনিয়নের চেয়ারম্যান আবু আনছার মোঃরেজাউল করিমের বিরুদ্ধে। ভারতীয়রা হলেন ভবেন্দ্র নাথ রায় প্রধান ও বজেন্দ্র নাথ রায় প্রধান।

বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।স্থানীয়রা জন্ম নিবন্ধন ও ভোটার আইডি কার্ড বাতিল করে ইউনিয়নের হিসাব সহকারি নুরইসলাম,প্রশাসনিক কর্মকর্তা কামরুজ্জামান ও চেয়ারম্যানের শাস্তির দাবী জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ,ভারতীয় ওই দুই ভাইয়ের বাব-দাদার জমি আছে দেবীগঞ্জের গাজোকাটি এলাকায়।চেয়ারম্যানের সাথে ১০ লাখ টাকায় তাদের চুক্তি হয়,জমি বিক্রি করার যাবতীয় কাগজপত্র ঠিক করে দিবেন।সে অনুযায়ী চেয়ারম্যান জাতীয় পরিচয়পত্র করতে জন্ম নিবন্ধন সনদ,হোল্ডিং ট্যাক্সের কাগজ,ইউনিয়নে বসবাস করে মর্মে প্রত্যয়নপত্র ও নাগরিকত্ব সনদ প্রদান করে।কাগজপত্র ঠিক থাকলে বোদা নির্বাচন অফিস তাদের যাবতীয় কার্যক্রম শেষ করে ১১ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ আইডি কার্ড প্রদান করেন।

যার কপিসহ ভারতের পরিচয়পত্র প্রতিবেদকের হাতে রয়েছে,আধার কার্ড,গ্রাম পঞ্চায়েতের দেওয়া আয়করের কাগজ,মাগুরমারী ১ নং গ্রাম পঞ্চয়েত থেকে নেওয়া ওয়ারিশন সার্টিফিকেট।সেখানে তাদের ঠিকানা,পশ্চিম মাগুরমারী,পোস্ট কালিরহাট,থানা ধুপগুড়ি,জেলা জলপাইগুড়ি উল্লেখ আছে এবং বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রে ভবেন্দ্র নাথ রায় প্রধান আইডি নম্বর ১০৪৬৭৪৬২২৬, জন্ম তারিখ ২০ ফেব্রুয়ারি ১৯৫৪ ও বজেন্দ্র নাথ রায় প্রধান আইডি নম্বর ৭৩৭৯১১৩০৭৪, জন্ম তারিখ ১ জানুয়ারি ১৯৫৭। দুজনের পিতা জলধর রায় প্রধান,মাতা দোলী রায় প্রধান।গ্রাম জয়গীরপাড়া,সুভা সুজন খারিজা মারেয়া বোদা দেখানো হয়েছে। ইতিমধ্যে আইডি কার্ড ব্যবহার করে টেপ্রীগঞ্জ ইউনিয়ন থেকে নিয়েছেন ওয়ারিশন সার্টিফিকেট, করেছেন পার্সপোটের আবেদন।

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সরেজমিনে গিয়ে স্থানীয়দের কাছে জানা যায়,এ নামের কোন ব্যাক্তি কোনদিন এলাকায় ছিলনা এবং যতদুর শুনেছি তার বাপ-দাদাও ছিলনা। সংশ্লিষ্ট ইউপি সদস্য মফিজ উদ্দিন,যাচাইকারী হিসেবে স্বাক্ষর করার বিষয়টি তিনি অস্বীকার করে বলেন,তাদেরকে আমিও চিনিনা।

অভিযুক্ত মারেয়া বামনহাট ইউনিয়নের আ,লীগের চেয়ারম্যান আবু আনছার মোঃরেজাউল করিম বলেন,জন্ম নিবন্ধন রেজিস্ট্রার খাতা অনেক পুরাতন একজনের নামে মিল পাওয়ায় সে জালিয়াতি করে জন্ম নিবন্ধন করে নিয়েছে। আমরা নির্বাচন অফিসে আইডি কার্ড বাতিলের জন্য আবেদন করেছি।

যদিও উপজেলা নির্বাচন অফিসার তকদীর আলী সরকার জানান,চেয়ারম্যান ভোটার আইডি কার্ড বাতিলের কোন আবেদন করেননি।

বোদা উপজেলা নির্বাহী অফিসার মো.শাহরিয়ার নজির জানান,বিষয়টি বিস্তারিত জানা নাই তবে সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

Please Share This Post in Your Social Media

পঞ্চগড়ে অবৈধভাবে ভারতীয় দুই নাগরিক পেলেন জাতীয় পরিচয়পত্র

সাব্বির হোসেন
Update Time : ০৪:১০:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

পঞ্চগড়ে ভারতীয় দুই নাগরিককে অবৈধভাবে জাতীয় পরিচয় পত্র প্রদানে সহযোগিতা করার অভিযোগ,বোদা মারেয়া বামনহাট ইউনিয়নের চেয়ারম্যান আবু আনছার মোঃরেজাউল করিমের বিরুদ্ধে। ভারতীয়রা হলেন ভবেন্দ্র নাথ রায় প্রধান ও বজেন্দ্র নাথ রায় প্রধান।

বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।স্থানীয়রা জন্ম নিবন্ধন ও ভোটার আইডি কার্ড বাতিল করে ইউনিয়নের হিসাব সহকারি নুরইসলাম,প্রশাসনিক কর্মকর্তা কামরুজ্জামান ও চেয়ারম্যানের শাস্তির দাবী জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ,ভারতীয় ওই দুই ভাইয়ের বাব-দাদার জমি আছে দেবীগঞ্জের গাজোকাটি এলাকায়।চেয়ারম্যানের সাথে ১০ লাখ টাকায় তাদের চুক্তি হয়,জমি বিক্রি করার যাবতীয় কাগজপত্র ঠিক করে দিবেন।সে অনুযায়ী চেয়ারম্যান জাতীয় পরিচয়পত্র করতে জন্ম নিবন্ধন সনদ,হোল্ডিং ট্যাক্সের কাগজ,ইউনিয়নে বসবাস করে মর্মে প্রত্যয়নপত্র ও নাগরিকত্ব সনদ প্রদান করে।কাগজপত্র ঠিক থাকলে বোদা নির্বাচন অফিস তাদের যাবতীয় কার্যক্রম শেষ করে ১১ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ আইডি কার্ড প্রদান করেন।

যার কপিসহ ভারতের পরিচয়পত্র প্রতিবেদকের হাতে রয়েছে,আধার কার্ড,গ্রাম পঞ্চায়েতের দেওয়া আয়করের কাগজ,মাগুরমারী ১ নং গ্রাম পঞ্চয়েত থেকে নেওয়া ওয়ারিশন সার্টিফিকেট।সেখানে তাদের ঠিকানা,পশ্চিম মাগুরমারী,পোস্ট কালিরহাট,থানা ধুপগুড়ি,জেলা জলপাইগুড়ি উল্লেখ আছে এবং বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রে ভবেন্দ্র নাথ রায় প্রধান আইডি নম্বর ১০৪৬৭৪৬২২৬, জন্ম তারিখ ২০ ফেব্রুয়ারি ১৯৫৪ ও বজেন্দ্র নাথ রায় প্রধান আইডি নম্বর ৭৩৭৯১১৩০৭৪, জন্ম তারিখ ১ জানুয়ারি ১৯৫৭। দুজনের পিতা জলধর রায় প্রধান,মাতা দোলী রায় প্রধান।গ্রাম জয়গীরপাড়া,সুভা সুজন খারিজা মারেয়া বোদা দেখানো হয়েছে। ইতিমধ্যে আইডি কার্ড ব্যবহার করে টেপ্রীগঞ্জ ইউনিয়ন থেকে নিয়েছেন ওয়ারিশন সার্টিফিকেট, করেছেন পার্সপোটের আবেদন।

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সরেজমিনে গিয়ে স্থানীয়দের কাছে জানা যায়,এ নামের কোন ব্যাক্তি কোনদিন এলাকায় ছিলনা এবং যতদুর শুনেছি তার বাপ-দাদাও ছিলনা। সংশ্লিষ্ট ইউপি সদস্য মফিজ উদ্দিন,যাচাইকারী হিসেবে স্বাক্ষর করার বিষয়টি তিনি অস্বীকার করে বলেন,তাদেরকে আমিও চিনিনা।

অভিযুক্ত মারেয়া বামনহাট ইউনিয়নের আ,লীগের চেয়ারম্যান আবু আনছার মোঃরেজাউল করিম বলেন,জন্ম নিবন্ধন রেজিস্ট্রার খাতা অনেক পুরাতন একজনের নামে মিল পাওয়ায় সে জালিয়াতি করে জন্ম নিবন্ধন করে নিয়েছে। আমরা নির্বাচন অফিসে আইডি কার্ড বাতিলের জন্য আবেদন করেছি।

যদিও উপজেলা নির্বাচন অফিসার তকদীর আলী সরকার জানান,চেয়ারম্যান ভোটার আইডি কার্ড বাতিলের কোন আবেদন করেননি।

বোদা উপজেলা নির্বাহী অফিসার মো.শাহরিয়ার নজির জানান,বিষয়টি বিস্তারিত জানা নাই তবে সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।