নৌকা ভ্রমণে গিয়ে মদ্যপানে তিনজনের মৃত্যু

- Update Time : ০৪:৫০:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- / ১৫৮ Time View
গাজীপুরের পুবাইলে নৌকা ভ্রমণে গিয়ে মদ্যপানে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মো. হাসান (২২), মো. মনির (৩৫) ও ফাহিম আহমেদ সানি (২৫)।
সোমবার(২১ আগস্ট) দুপুরের বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাকিল মাহমুদ।
তিনি বলেন, গত শুক্রবার বেশ কয়েকজন মানুষ গাজীপুরের নৌকা ভ্রমণে যায়। সেখানে তারা চোলাই মদ পান করেন। মদ খাওয়ার পরে তারা বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরে দুজনকে বাড্ডার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং দুজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
এদের মধ্যে হাসান রোববার রাত সাড়ে আটটায় ও ফাহিম আহমেদ সানি শনিবার বাড্ডার একটি হাসপাতালে মারা যায় এবং মনির রোববার ভোররাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এরা সবাই বিভিন্ন পেশাজীবী মানুষ।
তিনি আরও বলেন, তাদের সবার বাসা বাড্ডা ভাটারা এলাকায়। অতিরিক্ত মদ্যপানে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।
ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।