‘নোয়াখালী বিভাগ চাই, লাউড অ্যান্ড ক্লিয়ার’

- Update Time : ১০:২৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / ১৩৬ Time View
নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবি জানিয়ে আসছেন এই জেলার মানুষ। কিছু দিন ধরে বিভিন্ন উপজেলায় বিক্ষোভ সমাবেশ আর সড়ক ব্লকেড কর্মসূচিও পালন করছে তারা।
এবার নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণার দাবি তুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। কারণ তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কালিকাপুর গ্রামে।
বুধবার (৮ অক্টোবর) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে পোস্ট করে এই দাবি জানান ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘কাবিলা’ খ্যাত পলাশ।
পোস্টে তিনি লিখেন, ‘নোয়াখালী বিভাগ চাই, লাউড অ্যান্ড ক্লিয়ার।’
মুহূর্তের মধ্যে তার পোস্ট ভাইরাল হয়। পোস্টের কমেন্ট বক্সে তার ভক্ত ও সমর্থকদের বিষয়টিতে সমর্থন দিতে দেখা গেছে। বিনোদন অঙ্গনে জনপ্রিয়তা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন জিয়াউল হক পলাশ। প্রথমে সহকারী হিসেবে শুরু করেছিলেন। এরপর অভিনয় ও পরিচালনা সমানতালে কাজ করছেন। একক ও ধারাবাহিক মিলিয়ে ৮০টির মতো নাটকে অভিনয় করেছেন, ওটিটিতেও নিজেকে প্রমাণ করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়