নোয়াখালী জেলায় কর্মরত এসআইয়ের মৃত্যুতে পিবিআই প্রধানের শোক

- Update Time : ০৭:২৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
- / ৭৪ Time View
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নোয়াখালী জেলায় কর্মরত এসআই (নিরস্ত্র) জনাব মোঃ সোহেল, দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হইয়া গত ০৫/০৭/২০২৪ খ্রিঃ তারিখ ঢাকা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার অকাল মৃত্যুতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর প্রধান মাননীয় অ্যাডিশনাল আইজিপি সহ সকল অফিসার ও ফোর্স গভীরভাবে শোকাহত।
জনাব মোঃ সোহেল, পিতা-মৃত সিরাজুল ইসলাম, গ্রাম-নাজিরখীল, পশ্চিম কধুরখীল, ১নং ওয়ার্ড, বোয়াখালী পৌরসভা, থানা-বোয়ালখালী, জেলা-চট্টগ্রাম গত ২০০৭ সালে ৩০তম আউট সাইড ক্যাডেট (এসআই) পদে নিয়োগ প্রাপ্ত হইয়া বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন চৌকস অফিসার ছিলেন। পুলিশ বাহিনীতে যোগদানের পর তিনি পুলিশের গুরুত্বপূর্ণ সংস্থা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, কক্সবাজার জেলা পুলিশ এবং সর্বশেষ তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নোয়াখালী জেলায় কর্মরত ছিলেন। তিনি পারিবারিক জীবনে বিবাহিত। তিনি এক স্ত্রী ও দুই পুত্র সন্তান সহ অগনিত শুভাকাঙ্খী ও আত্মীয় স্বজন রেখে যান।
তাহাকে চট্টগ্রাম জেলা পুলিশের একটি দল গার্ড অব অনার (রাষ্ট্রীয় সালামী) প্রদান করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর প্রধান জনাব বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম এর পক্ষে পিবিআই চট্টগ্রাম জেলা ইউনিট কর্তৃক পুস্পস্তবক অর্পন করা হয়।