নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা
- Update Time : ০১:৫৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ৬৩ Time View
নোয়াখালীর বেগমগঞ্জে মাদক বেচাকেনা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুল কাদের জিলানী (৩৫) নামে এক যুবককে শুক্রবার রাতে পিটিয়ে হত্যা করা হয়েছে। কাদের জিলানী চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. গোফরানের ছেলে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে হত্যার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কাদের ৮ মাস আগে বিয়ে করেন। মাদক সেবন, বেচাকেনা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কিছু যুবকের সাথে কাদেরের বিরোধ দেখা দেয়। এ ঘটনার জেরে শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার স্যারাং বাড়ির দরজায় কে বা কারা তাকে বেধড়ক পিটিয়ে ও মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। পরে মৃত্যু নিশ্চিত করে মরদেহ সেখানে রেখে পালিয়ে যায়। কাদেরের বিরুদ্ধে মারামারি, মাদকসহ চারটি মামলা রয়েছে। স্থানীয়দের দাবি, পূর্বশত্রুতার জেরে কাদেরকে হত্যা করা হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান নিহত যুবকের শ্বশুরের বরাত দিয়ে বলেন, ‘ওই যুবক অপরাধ জগতে জড়িত থাকায় পরিবারের সাথে তেমন সম্পর্ক ছিল না। তার বিরুদ্ধেও দুটি বিস্ফোরক দ্রব্য ও দুটি মাদকের মামলা রয়েছে। খবর পেয়ে পুলিশ রাতে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। লিখিত অভিযোগের পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































