যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল
নৈতিক শিক্ষা ও সামাজিক অবক্ষয়রোধে মক্তবের ভূমিকা অপরিসীম

- Update Time : ০৯:৪৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
- / ৪৪১ Time View
নৈতিক শিক্ষা ও সামাজিক অবক্ষয়রোধে মক্তবের ভূমিকা অপরিসীম। দ্বীনের দাওয়াতের মাধ্যমে গ্রাম অঞ্চলের পাশাপাশি শহরেও মক্তব ব্যবস্থার প্রসার ঘটাতে হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
আজ সোমবার টঙ্গীর একটি কমিউনিটি সেন্টারে নদওয়াতুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা মুফতি কামাল উদ্দিন জাহানপুরীর সভাপতিত্বে ও মুফতি বুরহান উদ্দিনের উপস্থাপনায় নদওয়াতুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় ফিফজুল কুরআন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় আরোও উপস্থিত ছিলেন, দৈনিক নয়া শতাব্দী পত্রিকার বিভাগীয় সম্পাদক হযরত মাওলানা আলী হাসান তৈয়ব, নদওয়াতুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান হাফেজ ক্বারী শেখ সাদী ও মহাসচিব হাফেজ ক্বারী মাঈনউদ্দিন, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা, ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর আমির হামজা, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী কাজী মঞ্জুর প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতীয় ফিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।