নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ১১২ জনের মৃত্যু

- Update Time : ১২:৫২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
- / ১৪৫ Time View
অবিরাম বৃষ্টিতে নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ১১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও বহু মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, গত তিনদিন ধরে অবিরাম বর্ষণে দেশজুড়ে ভয়াবহ বন্যা ও ভূমিধস হয়েছে এবং শনিবার রাত পর্যন্ত অন্তত ১১২ জনের মৃত্যু হয়েছে। এই দুর্যোগে আরও ৬৮ জন নিখোঁজ হয়েছেন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে ৯৯ জনের মৃত্যু, ৬৮ জন নিখোঁজ এবং ১০০ জন আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। তবে, দ্য কাঠমান্ডু পোস্টের স্থানীয় সংবাদদাতাদের থেকে প্রাপ্ত তথ্য এবং নেপাল পুলিশ ও সশস্ত্র পুলিশ সদর দপ্তরের নিশ্চিতকৃত পরিসংখ্যান অনুযায়ী, সারাদেশে ১১২ জনের মৃত্যু হয়েছে। ললিতপুরে কমপক্ষে ২০ জন, ধাদিঙে ১৫ জন, কাভ্রেতে ৩৪ জন, কাঠমান্ডুতে ১২ জন, মাকাওয়ানপুরে ৭ জন, ভক্তপুর ও পাঞ্চথারে ৫ জন করে, সিন্ধুপালচকে ৪ জন, দোলাখায় ৩ জন, ধংকুটা ও সোলুখুম্বুতে ২ জন করে এবং রামেচাপ, মহোতরি ও সুনসারিতে ১ জন করে নিহত হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পাঞ্চথার, ঝাপা, মহোতরি, কাঠমাণ্ডু, ললিতপুর, কাভ্রে, সিন্ধুলি, ধাদিং, সিন্ধুপালচক, দোলাখা ও রুপেন্দহি জেলায় অন্তত ৬৮ জন নিখোঁজ রয়েছেন।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়