নেইমার থাকছেন সান্তোসেই
- Update Time : ১২:৩১:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- / ৩৫ Time View
সান্তোসের সঙ্গে নেইমারের সম্পর্ক শেষ নয়, নতুন করে শুরু হচ্ছে। ব্রাজিলের সর্বকালের শীর্ষ গোলদাতা ২০২৬ সালের শেষ পর্যন্ত শৈশবের ক্লাবেই থাকছেন। ক্লাবের সোশ্যাল মিডিয়া চ্যানেলে চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা তিনি নিজেই দিয়েছেন।
নেইমার বলেছেন, ‘২০২৫ সাল আমার জন্য ছিল বিশেষ ও চ্যালেঞ্জিং বছর- এটি ছিল আনন্দ ও বাধা উতরে যাওয়ার সময়, যা শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণেই মোকাবিলা করতে পেরেছি। ২০২৬ সাল এসে গেছে, নিয়তি এর চেয়ে ভিন্ন হতে পারত না। সান্তোসই আমার জায়গা। এখানে আমি নিজের ঘরে, নিরাপদ এবং সুখী। আর আপনাদের সঙ্গেই আমি আমার বাকি স্বপ্নগুলো পূরণ করতে চাই।’
৩৩ বছর বয়সী নেইমার গত জানুয়ারিতে শৈশবের ক্লাবে ফেরেন। ইনজুরির সঙ্গে লড়াই তো ছিলই, আরও ছিল দলকে শীর্ষ লিগে টিকিয়ে রাখার চ্যালেঞ্জ। মৌসুমের শেষ দিকে নেইমার দারুণ নৈপুণ্য দেখিয়ে সান্তোসকে রেলিগেটেড হওয়া থেকে বাঁচান।
২২ ডিসেম্বর ক্লাবটি জানায়, সাম্প্রতিক বছরগুলোতে পাওয়া হাঁটুর চোটের জন্য অস্ত্রোপচার করিয়েছেন তিনি। ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই খেলতে গিয়ে এসিএল ছিড়ে যায় তার। তারপর থেকে জাতীয় দলে খেলা হয়নি।
সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা আশায় আছেন, আগামী বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলতে পারবেন। কোচ কার্লো আনচেলত্তিও বারবার বলে আসছেন- শুধুমাত্র সম্পূর্ণ ফিট থাকলেই তার দলে থাকবেন।
২০২৫ সালের শুরুতে যোগ দিয়ে নেইমার ৩৪ ম্যাচ খেলে ১১ গোল করেছেন। মৌসুমের শেষ দিকে দুর্দান্ত ফর্মে থেকে শীর্ষ লিগে দলের অবস্থান ধরে রাখতে সাহায্য করেন তিনি। আগামী ১০ জানুয়ারি সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপ দিয়ে মৌসুম শুরু করবে সান্তোস। শাপেকোয়েন্সের বিপক্ষে ২৮ জানুয়ারি ব্রাজিলিয়ান সিরি আ-তে তাদের প্রথম লিগ ম্যাচ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়














































































































































































