ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
৭ বছরে ও সুবর্ণা হত্যার বিচার হয়নি, হুমকির মুখে পরিবার ও আত্মীয়-স্বজন অপচিকিৎসায় রোগীর মৃত্যু; রংপুরে দুই ক্লিনিককে জরিমানা,ওটি সিলগালা পিআর পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে – রিজভী তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিল শেকৃবি শিক্ষার্থীরা কুবিতে র‍্যাগিংয়ের অভিযোগ অভিযুক্ত ব্যাচের ক্লাস-পরীক্ষা বন্ধ; তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ১-১১’র প্রেক্ষাপট তৈরি করে আ.লীগ কর্তৃত্বশীল শাসকরূপে চিহ্নিত হয় : মাওলানা আবদুল হালিম মাদক বিষাক্ত সাপের মতো ব্যক্তি ও সমাজকে নিঃশেষ করে দেয় জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম

নুসরাত ফারিয়ার আগেও জেলে গেছেন ঢাকাই সিনেমার যে নায়িকারা

বিনোদন ডেস্ক
  • Update Time : ০৬:০৩:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • / ১৯৫ Time View

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তবে নুসরাত ফারিয়ার জেলে যাওয়ার পর থেকে সামাজিক মাধ্যমে আলোচনায় উঠে আসছে ঢাকাই সিনেমার আরও তিন শীর্ষ নায়িকার কথা। কেননা, এর আগে আইনগত জটিলতায় পড়ে জেল ও পুলিশের হেফজাতে ছিলেন। সেই তালিকায় রয়েছেন পরীমনি, মাহিয়া মাহি ও ময়ূরী। এই তালিকায় সবশেষ যোগ হলেন নুসরাত ফারিয়া।

পরীমনি

২০২১ সালের আগস্টে র্যাব অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমনিকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়। প্রায় ২৭ দিন তিনি কারাবন্দি ছিলেন। জামিনে মুক্তির পর তিনি কাজে ফিরে আসেন এবং আবার আলোচনায় আসেন তার চলচ্চিত্র ও ব্যক্তিজীবন নিয়ে।

মাহিয়া মাহি

২০২৩ সালের মার্চে মাহিয়া মাহি ও তার স্বামী ফেসবুক লাইভে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন। এর জেরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। সৌদি আরব থেকে দেশে ফিরলে বিমানবন্দরেই তাকে গ্রেফার করা হয়। প্রায় ১১ ঘণ্টা পুলিশের হেফাজতে থাকার পর জামিনে মুক্তি পান তিনি। ঘটনাটি মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয়।

ময়ূরী

২০০০ দশকের গোড়ার দিকে অশ্লীলতার অভিযোগে চলচ্চিত্রপাড়ায় আলোচনার কেন্দ্রে ছিলেন নায়িকা ময়ূরী। তাকে ঘিরে একাধিক বিতর্ক থাকলেও, তার জেলে যাওয়া নিয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তলব ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের নজরদারিতে তিনি একাধিকবার ছিলেন বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

নুসরাত ফারিয়ার আগেও জেলে গেছেন ঢাকাই সিনেমার যে নায়িকারা

বিনোদন ডেস্ক
Update Time : ০৬:০৩:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তবে নুসরাত ফারিয়ার জেলে যাওয়ার পর থেকে সামাজিক মাধ্যমে আলোচনায় উঠে আসছে ঢাকাই সিনেমার আরও তিন শীর্ষ নায়িকার কথা। কেননা, এর আগে আইনগত জটিলতায় পড়ে জেল ও পুলিশের হেফজাতে ছিলেন। সেই তালিকায় রয়েছেন পরীমনি, মাহিয়া মাহি ও ময়ূরী। এই তালিকায় সবশেষ যোগ হলেন নুসরাত ফারিয়া।

পরীমনি

২০২১ সালের আগস্টে র্যাব অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমনিকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়। প্রায় ২৭ দিন তিনি কারাবন্দি ছিলেন। জামিনে মুক্তির পর তিনি কাজে ফিরে আসেন এবং আবার আলোচনায় আসেন তার চলচ্চিত্র ও ব্যক্তিজীবন নিয়ে।

মাহিয়া মাহি

২০২৩ সালের মার্চে মাহিয়া মাহি ও তার স্বামী ফেসবুক লাইভে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন। এর জেরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। সৌদি আরব থেকে দেশে ফিরলে বিমানবন্দরেই তাকে গ্রেফার করা হয়। প্রায় ১১ ঘণ্টা পুলিশের হেফাজতে থাকার পর জামিনে মুক্তি পান তিনি। ঘটনাটি মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয়।

ময়ূরী

২০০০ দশকের গোড়ার দিকে অশ্লীলতার অভিযোগে চলচ্চিত্রপাড়ায় আলোচনার কেন্দ্রে ছিলেন নায়িকা ময়ূরী। তাকে ঘিরে একাধিক বিতর্ক থাকলেও, তার জেলে যাওয়া নিয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তলব ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের নজরদারিতে তিনি একাধিকবার ছিলেন বলে জানা যায়।