নীলফামারী-৪ আসনে আহসান আদেলুর রহমানের মনোনয়ন পত্র দাখিল

- Update Time : ০৭:২৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
- / ২৫০ Time View
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসনে জাতীয় পার্টির এবারেও মনোনয়ন পত্র দাখিল করেন সাংসদ সদস্য আহসান আদেলুর রহমান।
বৃহস্পতিবার সকাল ১১ টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নূর-ই আলম সিদ্দিকীর হাতে মনোনয়ন পত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও কিশোরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রশিদুল ইসলাম, বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলার রহমান বিএ, কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু, বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপ্টন,পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম লিটন, মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু,গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মারুফ হোসেন অন্তিক ও জাতীয় পার্টির উপজেলা কমিটির সদস্য সচিব ও বিশিষ্ট ঠিকাদার রশিদুল ইসলাম রশিদ প্রমূখ। মনোনয়ন পত্র জমাদান শেষে প্রায় দুই হাজারের বেশি মোটরসাইকেল নিয়ে হাজার হাজার নেতা কর্মী উৎসাহ উদ্দীপনার মাধ্যমে লাঙ্গল প্রতীকের শ্লোগানে শ্লোগানে মুখরিত করে গোটা উপজেলা।
পরে উপজেলা শহর প্রদক্ষিণ শেষে গাড়ী বহর নিয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার সাথে সাক্ষাতে মিলিত হয় আহসান আদেলুর রহমান এমপি।