চাঁদখানা ইউনিয়ন পরিষদ উপনির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: পুলিশ সুপার

- Update Time : ১১:৪২:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
- / ২৬৩ Time View
রাত পোহালেই নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৫ নং চাদঁখানা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নে মোট ১০ টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ইউপি উপ- নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে সকল প্রস্তুতি শেষ করেছে জেলা পুলিশ ।শতভাগ সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষে কাজ করছে জেলা পুলিশ । শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সব রকম প্রচার-প্রচারণা শেষে এখন জন রায়ের অপেক্ষা।
এ উপলক্ষে আজ বুধবার দুপুরের পর ইউনিয়নের ১০ টি কেন্দ্রে ইলেকট্রিক ভোটিং মেশিন( ইভিএম) সহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়।সংশিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাগন এসব সরঞ্জাম গ্রহন করে কেন্দ্রে নিয়ে যান।
কথা হলে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ইতিমধ্যে সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। কাল ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর পিপিএম বলেন,আগামীকাল চাদঁখানা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। যে কোন ধরণের বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ সদা প্রস্তত থাকবে।