নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা বিএনপির লিফলেট বিতরণ

- Update Time : ০৮:৩৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
- / ২৫৬ Time View
জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত ‘ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক’ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা বিএনপি উদ্যোগে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন।
শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপির আয়োজনে কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজার এবং বিভিন্ন গ্রাম অঞ্চলের বাজারে এই লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক টিপু, সদস্য সচিব আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ আলম বাবু, সদস্য সচিব দেবাশীষ বিশ্বাসসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরনের সময় আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রদেয় স্থগিত রাখতে বলেন। ব্যাংকগুলো সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম বিভাগের লেনদেন যথাসম্ভব এড়িয়ে চলতে এবং রাজনৈতিক নেতা-কর্মীসহ মিথ্যা ও গায়েবী মামলায় অভিযুক্তদের মামলায় হাজিরা দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।