নীলফামারীর কিশোরগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব গফুর সরকার

- Update Time : ০৩:০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- / ৫৯২ Time View
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। চলতি এ উৎসবের সপ্তমীতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পূজা মন্ডপ গুলো পরিদর্শন করেছেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি ও নীলফামারী-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব গফুর সরকার।
মঙ্গলবার(৩০সেপ্টেম্বর) সন্ধ্যায় এসব পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলার বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব গফুর সরকার,সহ-সভাপতি কাজী একরামুল হক, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কার্জন,উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন।
বক্তারা বলেন “বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। পূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সার্বজনীন আনন্দ-উৎসব। আমরা সবাই মিলে এই উৎসবকে সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করব। সম্প্রদায়িক সম্প্রীতি কিশোরগঞ্জ উপজেলার গর্ব। এই ঐতিহ্য ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এসময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু, সৈয়দপুর রাজনৈতিক জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আলমগীর হোসেন,উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম মোর্শেদ,কিশোরগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম,বাহাগিলী ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা, চাঁদখানা ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুজ্জামান রিয়ন,ছাত্র দলের ভারপ্রাপ্ত আহবায়ক জোবায়েদ ইবনে রুবেল, সদস্য সচিব সোহেল রানা প্রামানিক রাসেলসহ হিন্দু সম্প্রদায়ের মানুষজন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়