নীলফামারীর কিশোরগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ সাবেক মেম্বার গ্রেফতার

- Update Time : ১১:২২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
- / ২১০ Time View
নীলফামারীর কিশোরগঞ্জে এম্ফিটামিনযুক্ত(৩০)পিস ইয়াবা ট্যাবলেটসহ নুরে আলম সিদ্দিকী যাদু(৪৭)সাবেক মেম্বার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি)।
মঙ্গলবার (২৮মে) সকাল ৯টায় উপজেলার কিশোরগঞ্জ ইউনিয়নের মধ্যরাজীব বাটিবেচা পাড়া গ্ৰামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত্যু ফজলার রহমান(অবেদ মেম্বার) এর ছেলে।
নীলফামারীর ডিএনসি সূত্রে জানা যায়, নূরে আলম সিদ্দিকী(যাদু)সাবেক মেম্বার দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা করে আসছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ ইউনিয়নের মধ্যরাজীব খ্যানপাড়ার পশ্চিমদুয়ারী চৌচালা টিন ও টিনের বেড়াযুক্ত শয়নঘরের ভেতর থেকে একটি ডার্বি খালি সিগারেটের প্যাকেটের ভেতর পলিথিন মোড়ানো লাল বর্ণের এম্ফিটামিনযুক্ত(৩০)পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে মাদক ব্যবসায়ী নূরে আলম সিদ্দিকী যাদুর বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় তাকে হস্তান্তর করা হয়। যার মামলা নং-১৬।তারিখ ২৮/০৫/২০২৪।
উক্ত অভিযান পরিচালনা করেন,বিভাগীয় স্টাফ মো: এনামুল হক, উপপরিদর্শক জায়েদ আল জাফরী, শাদীদ মোঃ মুনতাসির এলাহী, সহকারী প্রসিকিউটর সিপাই জিয়াউর রহমান ,আসাদুজ্জামান, মনিরুজ্জামান, নূর ইয়াসিন ও রবীন্দ্র চন্দ্র নাগ।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) পলাশ চন্দ্র মন্ডল বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত কিশোরগঞ্জ উপজেলা গড়তে অভিযান অব্যাহত থাকবে।