ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নীলফামারীতে মাদ্রাসা পরিচালককে জোড়পুর্বক পদত্যাগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আল-আমিন,নীলফামারী প্রতিনিধি
  • Update Time : ০৫:১৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • / ১০০ Time View

নীলফামারীতে মাদ্রাসা পরিচালককে জোড়পুর্বক পদত্যাগে বাধ্য করা এবং মিথ্যে মামলায় ফ্যাসানোর ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা আমিন উল্লাহ সদরের দারোয়ানী টেক্সটাইল এলাকায় কবিরাজ মার্কেটের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় লিখিত বক্তব্যে মাওলানা আমিন উল্লাহ বলেন, গত ১৬ সেপ্টেম্বর মাদরাসার তিন শিক্ষক ইমামুল ইসলাম, মাওলানা আতাউল্লাহ ও মাওলানা সাজেদুল ইসলাম নেতৃত্ব দিয়ে ছাত্রদের বের করে এনে আমাকে জোড় করে পদত্যাগ করে নেন। এমনকি আমার বিরুদ্ধে ২৩দফা অভিযোগ তুলে বিব্রত করেন যার একটিরও প্রমান করাতে পারবে না।

তিনি আরও বলেন, ৪২বছর ধরে এই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে আসছি একটিও অভিযোগ কেউ করতে পারেনি বরং সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। অভিযোগ করেন পরিকল্পিত ভাবে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হবিবর রহমান চৌধুরীর ইন্ধনে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হুমকী, মিথ্যে মামলায় জড়ানোসহ বিভিন্ন ভাবে আমাকে হয়রানীর চেষ্টা করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। সংবাদ সম্মেলনে মাদরাসা পরিচালনা কমিটির প্রাক্তন সদস্য মাসুম কবিরাজ, স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম, ছগির আলম, ম্যানেজিং কমিটির সদস্য মামুন বসুনিয়া, গোলাম রব্বানী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হবিবর রহমান চৌধুরীর মুঠোফোনে (০১৯৩৩৬৫১১৪২) কয়েকবার যোগাযোগ করা হলেও রিসিভ না হওয়ায় তার কোন মন্তব্য জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

নীলফামারীতে মাদ্রাসা পরিচালককে জোড়পুর্বক পদত্যাগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আল-আমিন,নীলফামারী প্রতিনিধি
Update Time : ০৫:১৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

নীলফামারীতে মাদ্রাসা পরিচালককে জোড়পুর্বক পদত্যাগে বাধ্য করা এবং মিথ্যে মামলায় ফ্যাসানোর ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা আমিন উল্লাহ সদরের দারোয়ানী টেক্সটাইল এলাকায় কবিরাজ মার্কেটের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় লিখিত বক্তব্যে মাওলানা আমিন উল্লাহ বলেন, গত ১৬ সেপ্টেম্বর মাদরাসার তিন শিক্ষক ইমামুল ইসলাম, মাওলানা আতাউল্লাহ ও মাওলানা সাজেদুল ইসলাম নেতৃত্ব দিয়ে ছাত্রদের বের করে এনে আমাকে জোড় করে পদত্যাগ করে নেন। এমনকি আমার বিরুদ্ধে ২৩দফা অভিযোগ তুলে বিব্রত করেন যার একটিরও প্রমান করাতে পারবে না।

তিনি আরও বলেন, ৪২বছর ধরে এই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে আসছি একটিও অভিযোগ কেউ করতে পারেনি বরং সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। অভিযোগ করেন পরিকল্পিত ভাবে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হবিবর রহমান চৌধুরীর ইন্ধনে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হুমকী, মিথ্যে মামলায় জড়ানোসহ বিভিন্ন ভাবে আমাকে হয়রানীর চেষ্টা করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। সংবাদ সম্মেলনে মাদরাসা পরিচালনা কমিটির প্রাক্তন সদস্য মাসুম কবিরাজ, স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম, ছগির আলম, ম্যানেজিং কমিটির সদস্য মামুন বসুনিয়া, গোলাম রব্বানী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হবিবর রহমান চৌধুরীর মুঠোফোনে (০১৯৩৩৬৫১১৪২) কয়েকবার যোগাযোগ করা হলেও রিসিভ না হওয়ায় তার কোন মন্তব্য জানা যায়নি।