নীলফামারীতে ভিক্ষুকদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

- Update Time : ০৯:৪২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
- / ২২২ Time View
নীলফামারীতে পৌরসভার ভিক্ষুকদের মাঝে সহায়ক উপকরণ গরু বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসন ও শহর সমাজসেবা অফিস বাস্তবায়নে ভিক্ষুক পূনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় নীলফামারী পৌরসভার ৬ জন ভিক্ষুককে এ সহায়ক উপকরণ গরু বিতরণ করা হয়।
জেলা সমাজসেবা কার্যলয়ের উপ-পরিচালক মো.আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে ও শহর সমাজসেবা কর্মকর্তা হৃদয় হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শাহজাহান আলী, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তফা জামাল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. ময়নুল, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মাহফুজার রহমান শাহ, ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর মাহমুদা নাসরিন তন্নী তালুকদার, ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর আফরোজা সুলতানা প্রমূখ।