নীলফামারীতে ইউপি নির্বাচন পরিদর্শনে ডিসি ও এসপি

- Update Time : ০৬:৩৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
- / ২০২ Time View
নীলফামারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার।
সোমবার (১৭ই জুলাই) নীলফামারী জেলার ডিমলা উপজেলা ০৩টি (গয়াবাড়ি, টেপা খড়িবাড়ি, খগাখড়িবাড়ি ) ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন, জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে এবং ধর্মপাল ইউনিয়নের ৫ নং সাধারণ ওয়ার্ড এর সদস্য পদে, কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য পদে এবং ডোমার পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদে উপ-নির্বাচন উপলক্ষে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম-সেবা।
ভোট কেন্দ্র পরিদর্শন কালে জেলা পুলিশ সুপার নির্বাচনে নিরাপত্তা ডিটিতে নিয়োজিত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী পুলিশ ও আনসার সদস্যদের সাথে কথা বলেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন এন্ড অর্থ) মোঃ আমিরুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম ও অবস্) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(নীলফামারী-জলঢাকা সার্কেল) মোঃ মোস্তফা মঞ্জুর পিপিএম সেবা। সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ; অফিসার ইনচার্জ বৃন্দ।