ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন জাহান
নিস্পত্তির মাধ্যমে মামলা জট কমিয়ে বিচার কাজ এগিয়ে নিতে হবে
- Update Time : ০৭:২৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
 - / ৬৭৯ Time View
 
ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন জাহান।
এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত ঢীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম এমরান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, রোকেয়া আক্তার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জহিরুল আলম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিসবাহ উদ্দিন আহমদ এবং ১১ টি বিচার আদালতের বিচার কাজে সহায়ক কর্মকর্তা কর্মচারী ও নকল শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ও কোর্টে পুলিশ পরিদর্শক উপস্থিত ছিলেন।
সভাটি সঞ্চালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল ইসলাম।
সভায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসিক নিষ্পত্তি রিপোর্ট নিয়ে আলোচনা যেমন নিস্পত্তির মাধ্যমে মামলা জট কমিয়ে বিচার কাজ এগিয়ে নেয়া, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং বিচার কাজে সহায়কদের নিজ নিজ কর্তব্য- দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করা নিয়ে আলোচনা ও নির্দেশ প্রদান করেন।
একই সাথে অধিক পরিমাণ সাক্ষী আনায়ন এবং প্রধান বিচারপতির নির্দেশনা অনুসরণ করার জন্য সবার প্রতি আহবান জানান।
Please Share This Post in Your Social Media
- 
                                        সর্বশেষ
 - 
                                        জনপ্রিয়
 
					
																			
















































































































































































