নিলামে আইনস্টাইনের চিঠি

- Update Time : ০৯:৫৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
- / ২৯২ Time View
ধর্ম বিষয়ের শিক্ষিকা মার্থা মাঙ্ক বিজ্ঞানী আইনস্টাইনকে একটি চিঠি লিখেছিলেন। তাতে তিনি জানতে চেয়েছিলেন, আধুনিক পদার্থবিদ্যার জনক কি ঈশ্বরে বিশ্বাস করেন? তিনি কি মনে করেন, ঈশ্বর বা কোনও সর্বোচ্চ শক্তি এই বিশ্ব সৃষ্টি করেছেন? মার্থাকে উত্তর দিয়েছিলেন আইনস্টাইন।
ওই চিঠির জবাবে যুক্তরাষ্ট্রের একদল ইহুদী শির্ক্ষার্থীদের উদ্দেশ্যে ১৯৫০ সালের ১১ এপ্রিল এ চিঠি লিখেন আইনস্টাইন। তার লেখা সেই চিঠি নিলামে তুলেছে আমেরিকান সই সংগ্রহকারী সংস্থা ‘দ্য র্যাব কালেকশন’। ১ লাখ ২৫ হাজার ডলার থেকে নিলাম শুরু হবে।
তবে নিলামের দিনক্ষন এখনও জানানো হয়নি। এর আগে এ বিজ্ঞানীর অন্য চিঠিগুলো নিলামে ৩০ ডলারে বিক্রি হয়েছিল।
মার্থা মাঙ্ক ছিলেন জার্মানির বিখ্যাত রাবাই মিশেল এ মাঙ্কের স্ত্রী। এত দিন মাঙ্কের এক উত্তরসূরির কাছে সযত্নে রাখা ছিল আইনস্টাইনের চিঠি।
মার্থার প্রশ্নের জবাবে আইনস্টাইন লিখেছিলেন: ‘ধর্মগ্রন্থে লেখা কাহিনিগুলিকে যত দিন আক্ষরিক অর্থে নেওয়া হবে, সাধারণ মানুষ কী বিশ্বাস করবেন, সেটা প্রত্যাশিতই।’ আইনস্টাইন বলেন, ‘একজন বিজ্ঞানী হিসেবে তিনি তাওরাতের সৃষ্টি কাহিনী বিশ্বাস করেন না কারণ বিজ্ঞান আদর্শকে পরিবর্তন ও অতিক্রম করে গেছে।’