নির্বাচনের খেলা শেষ, বিএনপির ভবিষ্যৎ অন্ধকার : কাদের

- Update Time : ০৬:১৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
- / ১৩১ Time View
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের খেলা শেষ, বিএনপির আর কোনো ভবিষ্যৎ নেই। আবার পাঁচ বছর পর নির্বাচন হবে। এবার খেলা হবে রাজনীতির। বিএনপি একটা ভুয়া দল। তাদের আন্দোলন ভুয়া,কর্মসূচি ভুয়া,একদফা ভুয়া।
১০ জানুয়ারি, বুধবার বিকেল সাড়ে তিনটায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় তিনি এ কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বক্তব্যের শুরুতেই ওবায়দুল কাদের বলেন, বক্তৃতা করব না। নির্বাচনের খেলা শেষ। এখন খেলা রাজনীতির খেলা। এখন খেলা হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, খেলা হবে সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিদের বিরুদ্ধে।
তিনি বলেন, খেলা শেষ। ফাইনাল হয়ে গেছে, ৭ জানুয়ারি। কী হলো? বিএনপি একটা ভুয়া দল। এদের আন্দোলন, কর্মসূচি ভুয়া। ওদের ২৮ দফা ভুয়া। ১ দফা ভুয়া।
ওবায়দুল কাদের আরও বলেন, বাইডেনের উপদেষ্টা ভুয়া। ওদের নেতা তারেক ভুয়া। বিএনপি একটা ভুয়া। তাদের ভবিষ্যৎ ভুয়া, তাদের বর্তমান ভুয়া। তাদের আর কোনো ভবিষ্যৎ নেই। শুধু অন্ধকার।
গত ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জয়ের পর এটিই আওয়ামী লীগের প্রথম জনসভা। সমাবেশে সভাপতি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওবায়দুল কাদের বলেন, আগামীকাল বঙ্গভবনে শপথ নেবেন বঙ্গবন্ধু কন্যা। বাংলাদেশ রূপান্তরের রূপকার, আমাদের পূর্ব পৃথিবীর সূর্য, আমাদের আশার বাতিঘর, আমাদের দুরন্ত সাহসের প্রতীক বঙ্গবন্ধু শেখ মুজিবের বীর কন্যা শেখ হাসিনা।
জনসভা উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানের লেকের পূর্ব পাশে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। জনসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, লে. কর্নেল (অব.) ফারুক খান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ এমপি, আ ফ ম বাহাউদ্দীন নাছিম এমপি প্রমুখ উপস্থিত আছেন।
এর আগে জনসভায় অংশ নিতে বেলা ১২টা থেকে মিছিলে মিছিলে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে শুরু করেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।