নির্বাচনী রোডম্যাপের ব্যাপারে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

- Update Time : ০৯:০০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
- / ২১৩ Time View
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, কমিশনগুলোর সংস্কার প্রস্তাবের পর নির্বাচনী রোড ম্যাপ তৈরি হবে। মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় সমসাময়িক ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, কমিশনগুলোর সংস্কার প্রস্তাবের পর নির্বাচনী রোডম্যাপ। এ সরকার সংস্কারের প্রয়োজনীয় সময়ের চেয়ে বেশিদিন থাকবে না।
ভারতের ভিসা ইস্যুতে তিনি বলেন, নিজেদের স্বার্থে সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ-ভারত। আগামী মাসে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো–অপারেশনের (বিমসটেক) সামিটে দুই সরকার প্রধানের দেখা হতে পারে। এ ছাড়া শিগগিরই সব ধরনের ভিসা চালু করবে ভারত।
এরপর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পাকিস্তান আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করলে ইসলামাবাদ-ঢাকা সম্পর্ক এগিয়ে নেওয়া যাবে।
নওরোজ/এসএইচ