ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কালীগঞ্জে ঈদ পূর্নমিলনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পঞ্চগড়ে ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ব্যাপক কাযক্রম গ্রহণ রংপুরে তিস্তা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার যৌথবাহিনীর হাতে রসিক কাউন্সিলর গ্রেফতার লোহাগাড়া সড়ক দূর্ঘটনা ট্রাজেডি: মৃত্যুর মিছিলে যুক্ত হল আরও ৩জন লোহাগাড়ায় থামছেইনা মহাসড়কের মৃত্যুর মিছিল, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-৫ আহত ৯ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রংপুরে ১২০ পরিবারে ঈদ পালন লঞ্চ থেকে আবর্জনা নদীতে ফেললে নেয়া হবে ব্যবস্থা রংপুরে প্রধান ঈদের জামাত সকাল সাড়ে আটটায় বরগুনায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিন ভাই নিহত

নিরাপত্তাহীনতায় মুক্তিযোদ্ধার পরিবার, প্রতিকার চেয়ে অনশন শুরু

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : ০৪:৫৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
  • / ১৯২ Time View

মুক্তিযোদ্ধার পরিবারের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে নিরাপত্তার জন্য লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের সামনে পরিবার নিয়ে অনশন শুরু করেন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন।

রবিবার (২৩ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত এ অনশণ কর্মসূচি চলে। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে অনশন তুলে নেয় মুক্তিযোদ্ধার পরিবার।

অনশনরত ভূমিহীন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন বলেন, দুই বছর পুর্বে উপজেলা প্রশাসন পূর্ব সিন্দুর্না মৌজায় একখন্ড খাস জমি স্ত্রীসহ তার নামে বন্দোবস্ত করে দেয়। তখন থেকে উক্ত জমিতে পরিবার নিয়ে বসবাস করে আসছেন তিনি।

এরপর থেকে ওই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে অ্যাডঃ আজিজুল ইসলাম দুলালের দাফটে তার ভাই মিদুল, বাবলু মুক্তিযোদ্ধা ও তার সন্তানদের ওপর দিনে-রাতে আক্রমন করে আসছে। প্রতিপক্ষ প্রভাবশালী ও আইনজীবী হওয়ায় এলাকাবাসী কেউ প্রতিবাদ করার সাহস পায়নি।

ওই জমিতে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য সরকারের দেয়া বীর নিবাস নির্মান কাজ শুরু করলে উক্ত আইনজীবি দুলালের মিথ্যা মামলার কারণে তা বন্ধ হয়ে যায়।

মুক্তিযোদ্ধার পরিবারের ওপর বারবার এই অত্যাচার বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি।

ফলে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের ওপর অন্যায় অত্যাচারের প্রতিবাদে আজ সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত তারা হাতীবান্ধা উপজেলা পরিষদ চত্তরে পরিবার নিয়ে অনশন করে।

পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শনে শেষে মুক্তিযোদ্ধা পরিবারকে নিরাপত্তার আশ্বাস ও অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিলে দুপুর আড়াইটার দিকে অনশন কর্মসূচি প্রত্যাহার করে নেন মুক্তিযোদ্ধা ও তার পরিবার।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহা আলম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন বলেন, এই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

নিরাপত্তাহীনতায় মুক্তিযোদ্ধার পরিবার, প্রতিকার চেয়ে অনশন শুরু

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি
Update Time : ০৪:৫৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩

মুক্তিযোদ্ধার পরিবারের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে নিরাপত্তার জন্য লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের সামনে পরিবার নিয়ে অনশন শুরু করেন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন।

রবিবার (২৩ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত এ অনশণ কর্মসূচি চলে। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে অনশন তুলে নেয় মুক্তিযোদ্ধার পরিবার।

অনশনরত ভূমিহীন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন বলেন, দুই বছর পুর্বে উপজেলা প্রশাসন পূর্ব সিন্দুর্না মৌজায় একখন্ড খাস জমি স্ত্রীসহ তার নামে বন্দোবস্ত করে দেয়। তখন থেকে উক্ত জমিতে পরিবার নিয়ে বসবাস করে আসছেন তিনি।

এরপর থেকে ওই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে অ্যাডঃ আজিজুল ইসলাম দুলালের দাফটে তার ভাই মিদুল, বাবলু মুক্তিযোদ্ধা ও তার সন্তানদের ওপর দিনে-রাতে আক্রমন করে আসছে। প্রতিপক্ষ প্রভাবশালী ও আইনজীবী হওয়ায় এলাকাবাসী কেউ প্রতিবাদ করার সাহস পায়নি।

ওই জমিতে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য সরকারের দেয়া বীর নিবাস নির্মান কাজ শুরু করলে উক্ত আইনজীবি দুলালের মিথ্যা মামলার কারণে তা বন্ধ হয়ে যায়।

মুক্তিযোদ্ধার পরিবারের ওপর বারবার এই অত্যাচার বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি।

ফলে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের ওপর অন্যায় অত্যাচারের প্রতিবাদে আজ সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত তারা হাতীবান্ধা উপজেলা পরিষদ চত্তরে পরিবার নিয়ে অনশন করে।

পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শনে শেষে মুক্তিযোদ্ধা পরিবারকে নিরাপত্তার আশ্বাস ও অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিলে দুপুর আড়াইটার দিকে অনশন কর্মসূচি প্রত্যাহার করে নেন মুক্তিযোদ্ধা ও তার পরিবার।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহা আলম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন বলেন, এই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।